[ ७8 ] ইদানীন্তন অনুবীক্ষণ যন্ত্রসহকারে স্পষ্ট প্রতীত হইতেছে যে ঐ রূপ ক্রণিক য়্যালবুমেনোরিয়ায় য়্যালৱ্যমেন সেলস্ হইতে উৎপন্ন হয় ; তন্নিমিত্ত উহাকে এক প্রকার সিকুশনের ন্যায় জ্ঞান করা আবশ্যক । এই সিকৃর্ণন কোথা হইতে উৎপন্ন হয় ? এবিষয়ে আমার উত্তর এই যে, কষ্ট সমুদায় হইতেই কিম্বা অসম্পূর্ণ সেল, সমুদায়ের ছিন্ন ভিন্ন এবং ধৃংস প্রযুক্তই হইয়া থাকে। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যে সকল তেজঃপুঞ্জ সেলস, হইতে প্রস্রাব উৎপন্ন হয় তাহাদিগের বিকৃতি প্রাপ্ত হওয়াতে য়্যালবুমেনের উৎপত্তি হয়। ইহার প্রমাণ কি ? নিউমোনিয়া রোগে প্রস্রাব হইতে ক্লোরাইড অব সোড়িয়ম অদৃশ্য হইয়া পালমোনেরি সেল সম্বন্ধীয় গয়ার মধ্যে মিলিত হয়। ইহা এয়ার সেলস বা বায়ুকোষদিগের ক্যাপিলেরিস্থ রক্ত তাহাদিগের পাশ্ব হইতে পরিস্থত হওয়াতেই কি উদ্ভব , হর ? কি কারণ বশতই বা ইহা এই স্থান ব্যতীত অদ্যান্য স্থানের টিস্থ মধ্যে দেখা যায় না ? এই সেলস সমুদায় তাহাদিগের বৃদ্ধির নিমিত্তই কি এই ক্লোরাইড অব সোডিয়মকে আকর্ষণ করে ? প্রস্রাব হইতে ক্লোরাইড অব সোডিয়ম অদৃশ্য হইয়া, গয়ার মধ্যে (যে কাল পর্যন্ত সেল সমুদায়ের গঠন হইয় পতন হয় ) দৃশ্য হয়। লংসের হিপেটিজেসন অবস্থায় ইহা প্রত্ৰ বের সহিত থাকে না । আর ঐ হিপেটিজেশন বা এগজুডেশনের তরলতাবস্থায় (অর্থাৎ যখন গেরিয়া রঙ বিশিষ্ট গয়ার অল্পে২ অদৃশ্য হইয় তাহার পরিবৰ্ত্তে এক প্রকার পু’জ বিশিষ্ট এবং অবশেষে মিউকোপুরূলেন্ট বা মিউকস্ ও পুজ মিশ্রিত গয়ার দৃশ্য হয় তখন ) ক্লোরাইড অব সোডিয়ম গয়ার হইতে অদৃশ্য হইয় প্রস্রাব মধ্যে পুনরাগমন করে। এই আকর্ষণ শক্তির কারণ কি ? কেবল ইনফুলমেটরি প্রশেস বা প্রদাহ ক্রিয়। বশতই হয় না, যেহেতুক তাহা হইলে অন্তান্ত টিমুদিগেরও ইনফ্লুমেশনাবস্থায় উক্ত ক্লোরাইড অব সোডিয়ম
পাতা:ড্রপ্সির অর্থ কি?.djvu/৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।