পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩৭ ] হইতে পারিত ? ইহা কেবল শুদ্ধ ফাইব্রিন ( যে ফাইব্রিন আমরা - রক্তাঘাত * করিয়া প্রাপ্ত হই তাহ ) হইলে পূজ বিশিষ্ট, বস বিশিষ্ট, fosi (Earthy degeneration) stiff fowntowta (al পার্থিব পদার্থের সংস্থাপন ) সেল্‌ সহায়তা ভিন্ন কিরূপে হইতে পারিত ? " в কি কারণ বশতঃ সিফিলিস্ রোগে কতকগুলিন টিসু ( অদ্যান্য &otos fat-foot (Secondary affections) costfä এফেকশনস্ অর্থাৎ রোগের ফল দ্বারা ) আক্রপন্ত হয়। “ আইরিস্, পেরিয়স্টিয়ম্, এবং অসিয়স্ ষ্ট্রকচার বা অস্থি, স্বীন বা ত্বক এবং এপিথিলিয়েল মেম্বেনের কোন২ অংশ কি কারণ বশতই এই রোগে আক্রমিত হয় ? তাহাদিগের সেল সমুদায় সিফিলিটিক পয়োজনকে রক্ত হইতে আকর্ষণ করিয়া স্বীয় টিসুমধ্যে সংস্থাপন করে। (Jaundice ) জনডিস্ বা ন্যাবা রোগে কি জন্য (conjunctiva) কনুজনকটাইভ, স্বীন বা ত্বক এবং মুখগহ্বরান্তরস্থিত পদার্থ সমুদায়ের বর্ণের বিভিন্নতা দেখায় ? প্রথম দুইটার রঙ হরিদ্রীবর্ণ কিন্তু ওষ্ঠ ও গণ্ডদেশ এবং জিহ্বা রক্তিমণবর্ণ অর্থাৎ স্বাভাবিক থাকে ; হরিদ্রাবর্ণস্থ টিস্থর সেল সমুদায়ের বিশেষ গ্রহণ শক্তি থাকায় ( য়্যালিমেণ্টরি ক্যানালস্থ এপিথিলিয়েল সেলসের ঐ শক্তি নাই ) রক্ত মধ্যে পিত্তের যে পিগমেন্ট থাকে, তাহ ঐ সমস্ত সেলসের দ্বারা আকৰ্ষিত হইয়া টিসুমধ্যে সংস্থাপিত হয় । আর রিনেল এপিথিলিয়েল সেলসের এই গ্রহণ শক্তি অধিক পরিমাণে থাকায়, জনডিস্ রোগে উক্ত বাইল পিগমেন্ট প্রচুরাংশে কিডনির দ্বারা নিঃস্থত হয়। যদ্যপি নিউমোনিয়া রোগে এয়ার সেল্স বা বায়ুকোষ সকল তাহাদিগের ক্যাপিলেরিস্থ রক্ত হইতে ক্লোরাইড অব সোড়িয়মকে

  • নূতন রক্ত একটী পাত্র মধ্যে রাখিয় তাহাতে বেত্ৰাঘাত করিলে রক্তের ফাইব্রিন রক্ত হইতে স্বতন্ত্ৰ হইয়া উক্ত বেত্রের চতুস্পার্শ্বে সংস্থাপিত হয় ।