পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 8s. I য়্যালবুমেনকে পারমোঙ্গলেট অব পটাস, সংযোগ করিয়া বোকম্প সাহেব ইউরিয়া প্রাপ্ত হইয়াছিলেন । -ow ডাক্তার বীল সাহেব বলিয়াছেন যে তিনি ঐৰূপে ইউরিয়া কখনই প্রাপ্ত হন নাই । ( Dr. Thudicum ) ডাক্তার থিউডিকম স্পষ্টরূপে বলিয়াছেন যে য়্যালবুমেন পারমেঙ্গেলেট অব পটাস সংযোগে অক্সিজৈন গ্রহণ করিয়া ইউরিয়ায় পরিবর্তন হয়। এইরূপ কিমিষ্ট্রি দ্বারা সপ্রমাণ করা সংশয়াপন্ন ; কিন্তু ইহ। সকলেই দেখিয়াছেন যে কতকগুলি পীড়ণক্রান্ত ব্যক্তিদিগের প্রস্রাব মধ্যে য়্যালবুমেন মাসাবধি কখন কখন বা বৎসরাবধি থাকে । আমি দুইটা দৃষ্টান্ত জানি যtহাতে চারি বৎসর পর্য্যন্ত উক্ত পীড়া থাকিয়া এবং রোগীদিগের স্বচ্ছন্দত সুন্দর রূপে পুনৰ্ব্বার রাগ অন্বিত হইয়া শরীরস্থ প্রধান২ ক্রিয়াদি সুনিয়মপুৰ্ব্বক নিৰ্ব্বাহ হইত ; প্রস্রাব মধ্যে য়্যাল বুমেন, ও ইউরিয়ার হ্রাস ব্যতীত ঐ ব্যাধির আর কোন লক্ষণ ছিল না । যদিচ এবিষয়ে অণমাদিগের কোন প্রমাণ নাই, তথাপি আমার বিবেচনায় ইহ সম্ভবপর যে বহুদিবস'ক্রান্ত পীড়িত ব্যক্তিদিগের প্রস্রাব মধ্যে য়্যালবুমেন থাকিলে তাহ কেবল কোনরূপে ইউরিয়ার পরিবর্তে প্রতিনিধি স্বরূপ হইয়া তাহার কৰ্ম্ম সম্পাদন করে । অৰ্গেনিক কেমিষ্ট মহাশয়ের অর্গেনিক অর্থাৎ জীবিত বস্তু হইতে যে২ পদার্থ উৎপন্ন হয়, সেই পদার্থ সমুদায়ের সংযোগ ও বিয়োগ অতি উৎকৃষ্ট রূপে দেখাইয় থাকেন ; এক কিম্বা দুই অংশ অক্সিজেন, জল অথবা কাৰ্ব্বোনিক য়্যাসিড সংযোগ এবং বিয়োগ করিলে যেরূপ পরিবর্তন হয় তাহ দেখাইয়াছেন । কিন্তু এ পর্য্যন্ত য়্যালবুমেনের নানা প্রকার রূঢ়-পদার্থের নান অংশ স্থির না হওয়াতে আমরা উহ। অকসিজেন সংযোগে যেরূপে ইউরিয়ায় পরিবর্ত হয়, তাহ কোন মতেই স্পষ্টরূপে বোধগম্য করাইতে পারি না ।