পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* [ 8२ ] শুদ্ধ কিড্‌নির উন্নতি কংরক ঔষধাদি সেবন করার ব্যবস্থা দিয়া থাকেন । কিন্তু এই মত যুক্তি সঙ্গত নহে। flo প্রথমাবস্থায় যখন কিডনির হ্রাস বিকৃতি হয়, তখন এমত ঔষধাদি দেওয়া আবশ্যক যাহাতে তাহ নিবারণ হয় । ( Dr. Christison) ডাক্তার ক্ৰিষ্টিশন সাহেব কিডনির ইনফ্লুমেশন মুনিকরণ জন্য একিউট, অবস্থায় ‘রক্ত মোক্ষণ ব্যবস্থা করেন । অন্তান্ত চিকিৎসকের কটিদেশ হইতে রক্ত মোক্ষণ (কপিং) ব্যবস্থা করেন ' ' • কিডনির ক্রিয় স্বল্প এবং ত্বকের ক্রিয়ার বৃদ্ধি করণ জন্য এই রোগে ডায়াফোরেটিকস বা ঘৰ্ম্মকারক ঔষধাদি ব্যবহৃত। ডুপ্ৰসি দূরীকরণ জন্য ড্র্যাসটিক পর্গেটিভ দেওয়া আবশ্যক। হার্টের ক্রিয় স্বল্প করণ জন্য ডিজিটেলিস্ দেওয়া যায় ; ইহা দ্বারা প্রস্রাবের পরিমাণেরও বৃদ্ধি হয় । ট্যানিক ও গ্যালিক য়্যাসিড, কিডনি হইতে য়্যালবুমেন নিঃস্থত হওনের পরিমাণ স্বল্প করণ জন্য দেওয়া যায় । ইউভি অর্সইও এইরূপে ব্যবহৃত হয় । রক্ত মোক্ষণ ব্যতীত উক্ত সমুদায় ঔষধাদি একিউট বা প্রথমবস্থায় অবশ্যক। কোন স্থতন লক্ষণ দৃশ্য হইলে তদনুযায়ী চিকিৎসা করা উচিত । প্রত্যেক পীড়ণক্রান্ত ব্যক্তিদিগের অবস্থা দৃষ্টি করিলে তাহাদিগের পরস্পরের বিভিন্নতা দেখা যাইবে, অতএব সেই বিষয়ে ক্ষান্ত থাকিয়া, যে অবস্থা সমুদায় রোগীদিগের মধ্যে দেখা যায়, তদ্বিবরণে প্রবৃত্ত হইলাম। এই অবস্থায় শরীর মধ্যে স্বাভাবিক পদার্থের কোন অংশ এত|ধিক থাকে ন যাহা দূর করা আবশ্যক। কিন্তু এমত কতকগুলিন পদার্থের অভাব থাকে যাহাকে পুনরাগমন করাইতে পারিলে শারীরিক স্বচ্ছন্দ । লাভ হইবে । নাইটেণজিনস সিরিজ অর্থাৎ যে সমস্ত পদার্থ মধ্যে অধিকাংশ নাইট্রোজেন থাকে, তদ্বার