[ 88 T অসম্পূর্ণ অথবা বিষাক্ত ( যেরূপ স্কালেট ফিভারস্থ পয়োজন রক্ত মধ্যে ) থাকায় তাহার সম্পূর্ণ বিকৃতি হয়। কিন্তু কি প্রকারে ইহ হয় তাহা আমরা একাল পর্য্যন্ত স্থির করিতে পারি নাই । , - যদ্যপি একিউট রিউমেটিজম কিম্বা পিত্তরপারল পেরিটেনইটিস্ রোগাক্রান্ত রোগীদিগের রক্ত, ইনফ্লুমেটরি অবস্থা উত্তমরূপে দেখায় অর্থাৎ ফাইব্রিণ এবং ব্ৰডগ্রবিউলসের * অংশ তন্মধ্যে অধিক পরিমাণে থাকে তাহ হইলে য়্যালবুমেনোরিয়া রোগের রক্ত যে ঐ অবস্থা হইতে বিপরীত থাকে তাহার সন্দেহ নাই। যেহেতুক তন্মধ্যে ফাইব্রিণ এবং ব্রডগুবিউলসের অংশ স্বল্প থাকে। এই মত যথার্থ হইলে রক্ত মোক্ষণ যে নিতান্ত হানিকারক তাহার আর সন্দেহ কি ? যদ্যপি রক্তের উন্নতি ও বৃদ্ধি করা য়্যালবুমেনোরিয়া রোগের সুচিকিৎসা হয়, তাহ হইলে কি রূপে রক্ত মোক্ষণের দ্বারা উক্ত ক্রিয়া সম্পন্ন হইতে পারে ? বিশ্রাম, উষ্ণতা, নিউটেটিভ ষ্টিমুলোই ( অর্থাৎ যে সমস্ত উষ্ণকারক ঔষধাদি দ্বারা শরীর প্রতিপালিত হয় ) এবং ( Haematics ) হিমেটিকস্ (অর্থাৎ রক্ত কারক ঔষধাদি ) দ্বার রক্তের উন্নতি ও বৃদ্ধি হয়। ঐ রোগীদিগের আবশ্যকতাকুযায়ী তাহার বিশ্রাম অন্বেষণ করিয়া থাকে, তাহারা কোন রূপ পরিশ্রমে ইচ্ছক নহে । ( চিকিৎসার্থে বিশ্রাম উহা ব্যতীত আর কিছু অধিক বুঝায় অর্থাৎ যদ্বারা আমরা শরীরস্থ সমস্ত ক্রিয়াকে একবস্থায় আনয়ন করিয়া কিম্বা কোন ক্রিয়ার অধিক এবং স্বল্পতা থাকিলে তাহাদিগের সাম্য করিয়া সমস্ত ক্রিয়ার স্বচ্ছন্দতা আনয়ন করি তাহা ব্যক্ত করে )।
- রক্তের এই অবস্থাকে হাইপর নোলিস্, এবং ইহার বিপরীত অবস্থাকে (অর্থাৎ যখন ফাইব্রিণ এবং বুভূগ্লবিউলসের অংশ স্বপে পরিমাণে থাকে ) হিপিনেলি কহা যায় ।