পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 86. ] এই জন্য যে সকল ক্রিয়ার অতিশয় ব্যতিক্রম থাকে তাহা ঔষধাদি দ্বারা শীর্ঘ দূরীভূত করা আবশ্যক। এই অবস্থায় ডায়াফোরেটিকস্ পগেটিভস্, এবং হাইড্রোগগস ও ক্যাথার টিকস্ অবশ্যক হইতে পারে। এই হাইড্রোগগস্ এবং ক্যাথার টিকস্ ইণ্টেষ্টাইনের মিউকস্ মেন্থে,নের উপর ক্রিয়া দর্শাইয়া টিস্থ সমুদায় যে সিরম প্রযুক্ত আচ্ছন্ন হইয়া থাকে (এবং যাহা কিডনি হইতে কোনরূপে বহিষ্কৃত হইতে ন পারে) তাহ দূর করিয়া অধিক উপকার করে। কিড্‌নির ক্রিয় স্বল্পকাল-নিমিত্তে স্থগিত, এপিথিলিয়েন্ত্র সেল সমুদায় অঙ্কর বিশিষ্ট পদার্থ দ্বারা ধূষরবর্ণ হইয়া কিডনির ইন্টেরটিসেল টিসু বা ব্যবধায়ক ঝিল্লি মধ্যে বিস্তত, কিম্বা অসম্পূর্ণ সেলস্ সমুদায় নলাকৃতি হইয় পতিত হয়। ইণ্টেষ্টাইন হইতে জল নির্গত হইলে কিডনির কgেশ্চনের কিঞ্চিৎ সম্যতা হয় ; এবং রিনেল ড্রপসিতে যে স্বাভাবিক ডায়ারিয়া হইয়া থাকে তাহাতেও এইরূপ দেখা যায়। কিন্তু তদপেক্ষ ড়্যাস্টক পগেটিভ সেবনে এই রোগের বিশেষ প্রতীকার জন্মে । এই রোগে রক্তের উন্নতি কারক ঔষধ দি এবং নিউটিটিভূইষ্টিমিউলাই দ্বারা শারীরিক উন্নতি হওত রোগের প্রতিকর হয় । প্রথমাবস্থায় এই প্রকার চিকিৎসা স্থম্মরূপে বিবরণ করা অনাবশ্যক। যেহেতুক একিউট হইতে ক্রণিক হইয়া যেরূপ চিকিৎসা দ্বারা বিশেষ উপকার দশায় তদ্বিষয় বিবরণ করাই আমার উদেশ্য। উষ্ণতা, নিউটিশন বা প্রতিপালনের বিশেষ সহকারী এই জন্য শরীরকে ফুানেল ইত্যাদি দ্বারা সৰ্ব্বদ উষ্ণ রাখিবে, এবং শীতল বায়ু সেবন করিতে দিবে না । পরিশ্রুত বায়ু দ্বারা রক্তের উন্নতি বৃদ্ধি হয় এই জন্য এই পীড়াক্রান্ত ব্যক্তিদিগের সমুদ্রের নিকট কিম্বা কোন উচ্চ স্থানে (যেখানে পরিশ্রুত বায়, দ্বারা শরীরের পুষ্টি বৰ্দ্ধন হয় ) থাকা বিধেয় ।