পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, [ ৪৩ ] এক্ষণে নিউট্টিটিভ ইন্টিমিলেন্টের বিষয় লিখিতে প্রবৃত্ত হইলাম। এই পীড়াতে ইষ্টিমিউলেণ্ট সমুদায়ের ক্রিয়ার বিষয় বিশেষ বিবেচনা করিলে সুর টিসু প্রতিপালন করে কি না তাহ স্পষ্টরূপে দেখিতে পাওয়া যাইবে । 40 স্থানাভাব প্রযুক্ত এই বিষয়ের সম্পূর্ণরূপে মীমাংসা করিতে ক্ষণস্ত থাকিলাম । ইহার ( Chemical ) কিমিকেল এবং (Physiological 'ফিজিওলজিকেল ক্রিয়া বর্ণন করিব। য়্যালকোহল বা স্বরা এক প্রকার নিউটমেন্ট বা শরীর প্রতিপালক পদাৰ্থ । ইহা দ্বারা নিউট্রিশনের বৃদ্ধি হয় । যে সমস্ত পীড়াতে শরীর অতিশয় দুৰ্ব্বল হয় তাহাতে সুরা সেবন করিলে নিউটি শন তেজঃপুঞ্জরূপে হইতে পারে। রিনেল ড্রপ্ৰসিতে স্ট্রর সেবনের কতিপয় নিয়ম আছে। প্রথমতঃ কোন গুণ বিশিষ্ট সুর কি পরিমাণে এবং কোন সময়ে দেওয়া যায় ? দ্বিতীয়তঃ এই পীড়ার কোন অবস্থায় সুর উত্তমরূপে ক্রিয় দর্শায় ? কোন গুণবিশিষ্ট সুরা দেওয়া যায় –চিনি অথবা শস্য চুয়াইলে যে সমস্ত স্থর উৎপন্ন হয় তাহার হানিকারক। আঙ্গর হইতে যে সমস্ত প্রস্তুত হয় তাহার বিশেষ উপকারক । ব্রাণ্ডী, হুইস্কি, জিন, রম এবং বিয়ার ও স্বল্প পরিমাণে হানিকারক। নিৰ্ম্মল এবং উৎকৃষ্ট আসব দি সেবনে অতিশয় ফলে পদায়ক হয় । ইহার আহারের সহিত কিম্বা আtহারান্তে (বিশেষতঃ মাংসাদি ভক্ষণাত্তর ) স্বল্প মাত্রায় ব্যবহার্য্য। কিন্তু পাকস্থলি শুন্য থাকিলে ইহা ব্যবহার করা অতুfচত । e এইরূপে সেবন করলে মাংস দি উত্তমরূপে পরিপাক এবং ঐ পরিপাকিত দ্রব্যাদির পরিবর্তনের বিশেষ উন্নতি হওয়াতে রক্তের পুষ্টিবৰ্দ্ধন এবং সেলুগ্রোথ বা কোষ বৃদ্ধি উত্তম রূপে হয় ; ইহাতে প্রস্রাব মধ্যে ইউরিয়ার অংশ বৃদ্ধি হয় । ইহা (ইউরিয়া ) মস্ক্যুলার য়্যালমেণ্ট অর্থাৎ পেশীয় পদার্থের