পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I (re I সামান্যাবস্থায় অল্প পরিমাণে দৃশ্য হয়, আমার বিবেচনায় তদপেক্ষায় য়্যালবুমেনের এইরূপ বিকৃতি হইলে রোগীর অবশেষে আরোগ্য লাভ করিবার অধিক সম্ভাবনা থাকে । ர সময় অভাব প্রযুক্ত এই চিকিৎসা দ্বারা যে গুণ দশায় তাহার দৃষ্টান্ত দেখাইতে পরিলাম না, কেবল এই মাত্র বলা আবশ্যক ষে অনেকনেক রোগীরা তিন চার বৎসর এবং একটা রোগী সাত বৎসর পর্য্যন্ত এই পীড়া সহ্য করিয়া ঐরূপ চিকিৎসা দ্বারা শারীরিক সুস্থত লাভ কুরিতেছেন এবং যদিচ য়্যালবুমেন প্রস্রাব সহকারে অধিক মাত্রায় নিঃস্থত হইত তথাপি সুস্থ সেল ডেভেল্বমেন্ট বা কোয বৃদ্ধির স্বভাবাবস্থা প্রাপ্ত হইবার কোন সন্দেহ ছিল ন', এবং ইহা কেবল কথিত চিকিৎসা প্রণালী ভিন্ন অন্য কিছু হইতে উৎপন্ন হয় নাই । চিকিৎসার প্রারম্ভকালে ঐ রোগীদিগের অবস্থা অতিশয় দুঃসাধ্য থাকাতেও তাহাদিগের শারীরিক স্বচ্ছন্দতার উন্নতির এপর্ষ্যন্ত কিছুমাত্র বৈয়ম্ভ হয় নাই । সারাংশ । এই স্থানে এই বলিয়া শেষ করা আবশ্যক যে য়্যালবুমেনস, ইউরিন সহগামী ভূপৃসি কিড্‌নির নানা প্রকার ব্যাধি ও বিকৃতি কেবল সপ্রমাণ না করিয়া শরীরস্থ সমুদায় টিসুর হ্রাস এবং তাহগের স্বস্ব ক্রিয়ার বিকৃতি দেখায়। এই অবস্থা কোষদিগের বৃদ্ধি ও সুগঠন সম্পূর্ণরূপে স্থগিত থাকা ও স্পষ্টরূপে প্রমাণ করে । যদ্যপি ফিজিওলজির বিচারসিদ্ধ মতাবলম্বন করি তাহ হইলে স্পষ্ট দেখিতে পাইব, যে সুস্থ কোষ এক প্রকার অতিশয় নাইটোজেন বিশিষ্ট পদার্থ নিউক্লিয়াস এবং সেল অন্তরস্থিত পদার্থ দ্বারা সংগৃহীত হইয়া বৃদ্ধি হয়, এবং সেল অন্তরস্থিত নিউক্লিয়াস যে পরমাণে নাইট্রোজিনস পদার্থে পরিপূর্ণ থাকে সেই পরিমাণে উহার জীবনের এবং ক্রিয়ার সম্পূর্ণাবস্থা দৃশ্য হয় ; কিন্তু অসুস্থ