পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ &S I সেল সমুদায়ের সেইরূপ নাইটেণজিনস পদার্থ নিউক্লিয়াস, ইত্যাদি দ্বারা সংগৃহীত হইবার ক্ষমতা হ্রাস হইয়া ক্রমেই ঐ সেল মধ্যে যে পরিমাণে তাহাদিগের উক্ত সংগৃহীত ক্ষমতা হ্রাস হয়, সেই পরিমাণে নাইটোজেনের অংশ,স্বল্প হইয়া তৎপরিবর্তে এক প্রকার জলীয় য়্যালবুমিনস পদার্থ, হাইড়োকাৰ্ব্বন গ্রানিউলস অর্থাৎ কখন বা বসাবিশিষ্ট কখন বা এমিলইড * অঙ্ক র সহকারে পরিপূর্ণিত থাকায় উক্ত সেল সদামুয়ের এরূপ ক্রিয়ার হ্রাস হয় যে তদ্বারা সিকুশনের কোনমাত্র সম্ভাবনা থাকে ন । এই কারণ বশতঃ আমাদিগের চিকিৎসা প্রণালী দ্বারা শরীরের নিউfটশন বা প্রতিপালন এবং পোষকতা করা অত্যাবশ্যক অর্থাৎ যদ্বারা শরীর মধ্যে সেল বৃদ্ধির ক্ষমতার উন্নতি হয় এবম্বিধ ঔবধাদি সেবন করাইলেই বিশেষ উপকার দর্শ ইবে এবং যে সমস্ত রোগীদিগের অবস্থা দুঃসাধ্য বোধ হয়, তাহাদিগকেও এইরূপ চিকিৎসা করিলে ক্রমে উন্নতি হইয়া অবশেষে রোগের এককালে উপশম হইবে । দ্বিতীয় অধ্যায় সমাপ্ত ।

  • সেল মধ্যে যখন ষ্টাৰ্চ গ্রানিউলস দৃশ্য হয়, তখন তাছাকে এমিল্লইড বিকৃতি কহে । ইহ জাইওভাইন সংযোগে পাপোল বা বেগুনি রঙ প্রাপ্ত হয় ।