[ &న ] দুরবর্তী যন্ত্রে আবদ্ধ হয় । ডাক্তর ভির্কে এবং কার্ক সাহেব প্রথমে এই অবস্থা ব্যক্ত করেন । p -- ইহা ব্যতীত অন্য যে দুই প্রকার পরিবর্তন হয় তাহ নিম্নে লিখিত হইল । প্রথমতঃ ঐ সংস্থিত ফাইব্রিনের এক প্রকার চুণ বিকৃতি হয় অর্থাৎ এক প্রকার চুণের ন্যায় পদার্থ উহার মধ্যবৰ্ত্তা ও অদ্যান্য পৃথক পৃথক স্থানে ক্রমে ক্রমে অধিক পরিমাণে সংস্থিত হয় এবং তন্মধ্যে অন্যান্ত পদার্থ যথা কাৰ্ব্বোনেট ও ফসফেট অব লাইম মিশ্রিত থাকে। অস্থিতে ঐ পদার্থ যে পরিমাণে থাকে সেই পরিমাণে এই স্থানেও দৃশ্য হয় ; কখন কখন এই ডিপজিট অস্পষ্ট নক্ষত্রের ন্যায় শৃঙ্খলাবদ্ধ থাকে। ইহ কেবল সেলুসদিগের দ্বারা হইয়া থাকে। ইহাকে (Calcification ) ক্যালসিফাইঙ্গ প্রোশেস কহে । ( প্লেট ৫ ফিগর ১,২ ) ইহা অস্থিময় পরিবর্তন অপেক্ষ কিঞ্চিৎ স্থান। ট্যুবর কলের খড়িমাটিতে পরিবর্তন এবং হার্ট ও তাহার ভ্যালবের উপর যে ফাইব্রিন সংস্থিত হয় তাহার ক্যালসিফিকেশন বা চুণ পরিবর্তন উভয়ই সমান। টুবিকলের এই খড়িমাটির স্যায় বিকৃতি হইলে তাহকে ক্রিটিফিকেশন কহ যায়। কিন্তু এই নামটা অশুদ্ধ যেহেতুক উক্ত পরিবর্তনে খড়িমাটি দৃশ্য না হইয়া কাৰ্ব্বোনেট ও ফসফেট অব লাইম (অস্থি মধ্যে যে পরিমাণে থাকে সেই পরিমাণে ) দেখা যায়। অতএব ইহা কাডিয়েক ও আর্টিরিয়েল টিসুর ক্যালসিফিকেশন বা চুণ পরিবর্তনের সহিত সমান। ঐ সংস্থিত ফাইব্রিন প্রথমাবস্থায় এক প্রকার অঙ্কর বিশিষ্ট পদার্থ দ্বারা নিৰ্ম্মিত এবং ইহার স্থত্র সকল এক প্রকার তরঙ্গের দ্যায় প্রণালী বদ্ধ থাকিয়া ক্রমে ক্রমে আর্থিমেটার বা পার্থিব পদার্থ ইতস্ততঃ গ্রহণ করে ; ইহা ব্যতীত ঐ স্থত্রদিগের অন্ত কোন বিকৃতি হয় না |
পাতা:ড্রপ্সির অর্থ কি?.djvu/৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।