পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ అS ], য়্যাসিড, সংযোগে এই কৃষ্ণবর্ণ চিহ্ন গুলি শীঘ্র দ্রব হয় এবং তাহাকে রসায়ন বিদ্যাদ্ধার পরীক্ষা করিলে তন্মধ্যে কাৰ্ব্বোনেট উ"ফ্রস্ফেট অব লাইম প্রাপ্ত হওয়া যায়। এইরূপ ভ্যালবুলোর পীড়াতে যে ডুপ্ৰসি দৃশ্য হয় না তাহার কারণ কেবল কথিত প্রকার চুণ বিকৃতি মাত্র। এই অবস্থায় লেফট ভেণ্টি কলের প্রাচীরের প্রতিপালনের বৃদ্ধি বশতঃ তাহার হাইপট ফি বা স্থূলত হয়। সুতরাং ঐ স্থূলতার কষ্টদায়ক ফল সমস্ত রোগী সহ করা সুম্ভবপর কিন্তু তদ্বারা কার্ডিয়েক ড্রপৃসী কখনই হইতে পারে না । অতএব এই চুণ বিকৃতি হইতে ড্রপলী না হইয়া অন্যান্য পীড়া উদ্ভব হয়। তন্নিমিত্তেই ইহার সহিত এপোপ্লেক্সী সৰ্ব্বদা দৃশ্য হয়, ইহা হাইপর্টফির ফল মধ্যে গণিত হইয়াছে অর্থাৎ লেফট, ভেণ্টি কলের হাইপরটফি বশতঃ তাহার ক্রিয়ার আধিক্যতা হওয়ায় অর্টেরি মধ্যে এরূপ বেগে রক্ত সঞ্চালন হয় যে তদ্বার সেরিত্রেল হেমরেজ বা মস্তিষ্ক মধ্যে রক্তস্রাব হইয়৷ এপোপ্লেক্সির উদ্ভব হয়। কিন্তু ঐ ভেণ্টি কলের হাইপ ট্রফি তন্মধ্যে ফাইব্রিণ সংস্থিত হইয়া উৎপন্ন হওয়ায় হাপর্ট ফি অপেক্ষা উক্ত সংস্থিত ফাইব্রিনকে এপোপ্লেক্সির বিশেষ কারণ বলা উচিত । বাম পাশ্বের ভালবের অসম্পূর্ণত কিম্বা তাহার কঠিনতার ক্রমশঃ বৃদ্ধি এবং এওয়ার্টিক সাইনস* মধ্যে এক অস্বচ্ছ পদার্থ (q«TttATII) (Atheroina) সংস্থিত হওয়াতে (প্লেট ৫ ফিগার ১ ) তাহার স্থিতি স্থাপকতা হ্রাস হইয় সেই দিগের হাইপট ফি উদ্ভব হয়। এই সমস্ত কারণ বশতঃ হাইপট ফি হইলে ঐ এথরোমেটস্ ডিপজিট কেবল এণ্ড কার্ডিয়ম কিম্বা এওয়াটিক টিস্থ মধ্যে বদ্ধ না থাকিয়া সমুদায় আটরিয়েল সিষ্টেম (বিশেষতঃ সেরিত্রেল আর্ট

  • ভ্যালবের পশ্চfৎস্থিত নিম্ন স্থানৰুে সাইন ম্ কাছে