পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩৩ ] বিকৃতি দৃশ্য হয়, সেইরূপ"হ্রাস ও বিকৃতি হার্টের প্রাচীরে এবং উহার অন্যান্য স্থানে এই অবস্থায় স্পষ্ট প্রতীয়মান হয়। রিলে* ডুপসিতে যেরূপ, কেবল কিডনির ক্রিয়ার এবং তাহার গঠনের বিশেষ বিকৃতি না হইয়া সেই বিকৃতি অন্যান্য স্থানীয় সেল গ্রোথের বা কোষ বৃদ্ধির হ্রাসাবস্থায়ও দৃশ্য হয়, তদ্রুপ এই ড্রপ্রসিতে ( যাহা হার্টের ভ্য"ল্বসের বিকৃতি বশতঃ উৎপন্ন হয় তাহাতে ) কেবল হার্টের ৮শীর্ময় প্রাচীরের বিকৃতি ও ধৃংস না হইয়া ঐ বিকৃতি শরীরস্থ অন্যান্য দুরবৰ্ত্তি স্থানেও সম্যকরূপে দেখিতে পাওয়া যায় । হার্টের বাম পাশ্বের পীড়া বশতঃ যে ড্রপসি উৎপন্ন হয় তাহার কারণ এই নির্দিষ্ট হইয়াছে, পালমোনের আর্টার মধ্যে রক্ত সঞ্চালনের অতিশয় ব্যাঘাত হেতু লংস এবং অবশেষে ভিনিকৈবি মধ্যে রক্ত সংস্থিত হওয়াতে (একটা স্থল তেইনের মূলদেশ আবদ্ধ করিলে যেরূপ হয় তদন্থযায়ী) যে সমুদায় টিসুর শোণিত ঐ অবরোধক ভেইন মধ্যে প্রবেশ করে, তাহাদিগের সিরস্ এফিউজন বশতঃ ইডিমা বা স্ফীতত হয় । অর্থাৎ এই অবস্থায় রক্ত সঞ্চ1লনের প্রতিবন্ধকতা ( সাকু লেশন বা রক্তের গতি অনুসারে ) হার্টের বামপাশ্ব হইতে আরম্ভ হইয়া পালমোনেরি ভেইনস দ্বারা লংসে আসিয়া ক্রমান্বয়ে পালমোনেরি আর্টরি, রাইট ভেটিকল তিনিকেবি এবং অবশেষে লিভার ও উদর গহবরস্থ অন্যান্য যন্ত্র ও সমুদায় ভিন সিস্টম মধ্যে ঐ অধরোধতা জন্মায়। সাৰ্ব্বাঙ্গিক ভিন সাকুলেশনের এইরূপ অবরোধতা হেতু যে ভূপৃসি উৎপন্ন হয় তাহাই হার্ট ডিজিজে জল সঞ্চয়ের কারণ মধ্যে পরিগণিত হইয়াছে। কিন্তু পীড়ারম্ভে এই প্রতিবন্ধকতা থাকাতেও তৎকালে ভূপৃসির কোন চিহ্ন ছিলনা। যদ্যপি ভ্যালব দিগের বিকৃতি ও অসম্পর্ণতা ক্রমে বৃদ্ধি হইত তাহা হইলে ঐ রক্ত সঞ্চালনের প্রতিবন্ধকতাও ক্রমে বৃদ্ধি হইয়া যে ড্রপসি হইত তাহ স্পষ্টরূপে বোধ