[ ও৮ ] এয়ার-সেল সম্বন্ধীয় নাড়ী! সকল মাইকস্কোপ দ্বারা দৃষ্টি করিয়া তাহাদিগের বসাস্কর বিশিষ্ট বিকৃতি দেখিয়াছি। (প্লট ৬,ফিগার ৫) ! আমার বোধ হয় এইরুপ এয়ার-সেলসদিগের ডাইলেটেশন বা বিস্ততাবস্থা এবং তৎসম্বন্ধীয় ক্যাপিলরিদিগের প্রাচীরের এটফি বা হ্রাস, কেবল ডাহাদিগের টিসুর বসাবিশিষ্ট বিকৃতি বশতই হইয়া থাকে । \, ইম্ফিসিম রোঞ্জেী সের বিস্তত বায় কোষদিগের ফাইব্রসিরস্ টিস্থ পরীক্ষা করিয়া তাহাদিগের অঙ্কর বিশিষ্টতা এবং বসাবিকৃতি দেখিয়াছি । ( প্লেট ৬ ফিগার ১, ২ )। ১৮৪৮ খৃষ্টাব্দে রেনি সাহেব ইম্ফিসিমেটস লং বিষয়ে যে একখানি পত্রিকা রয়েল মেডিকেল এবং কাইরাজিকেল সোসাইটির পুস্তক মধ্যে প্রকাশ করিয়াছিলেন,তাহাতে স্পষ্টরূপে দেখাইয়াছেন যে এয়ার সেলদিগের ফাইব্ৰসিরস টিসুর বিশুদ্ধ পদার্থের বসাবিশিষ্টতা বশতঃ ইম্ফিসিমা উৎপন্ন হয় । সেই সময় হইতে এপর্য্যন্ত ইম্ফিসেম এবং ক্রণিক ব্ৰঙ্ক,াইটস্ রোগে পালমোনেরি টিসুর বিকৃতি হয়, তদ্বিষয়ে কেহই তদন্ত করেন নাই । ইম্ফিসিম রোগে লংসের এইরূপ বিকৃতি বশতঃ তন্মধ্যে এবং হার্টের দক্ষিণ পাশ্বে রক্ত সঞ্চালনের যে প্রতিবন্ধকতা হয় তাহ সকলেই অনায়াসে বুঝিতে পরিবেন । ক্রণিক ব্ৰঙ্কাইটিস্ বিশেষতঃ তাহার সহিত ত্ৰঙ্কিয়েল টিউবদিগের ডাইলেটেশন থাকিলে ( যাহাকে ( Bronchiectasis ) ব্ৰঙ্কিয়েকটেসিস্ কহে ) লংস এবং পালমোনেfর আর্টার মধ্যে রক্ত সঞ্চালনের উক্ত প্রকার প্রতিবন্ধকতা জন্মে । ( প্লেট ৬ ফিগার ২, ) ইম্ফিশিন ও ক্রণিক ব্রঙ্কাইটিস রোগে ব্ৰঙ্কিয়েল টিসুর যে অবস্থা হয় তাহা দেখাইতেছে ; তন্মধ্যে অত্যন্ত্র প্রভেদ দৃষ্ট হইতেছে । উভয় মধ্যে সিলিয়েটেড এপিথিলিয়মের রক্ষণকারী পর্দা ধূংস এবং তন্নিমস্থিত মেলুদিগের পর্দা-স্তবক
পাতা:ড্রপ্সির অর্থ কি?.djvu/৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।