T as J ক্রিয় স্বাভাবিক স্বচ্ছন্দতী সহিত সম্পন্ন হয় ) হওয়ায় তাহার পেশীময় প্রাচীরের ক্রমেই ড্ৰাইলেটেশন বা প্রস্থের বৃদ্ধি হয়। যে পরিমাণে ডাইলেটে বৃদ্ধি হইতে থাকে তদনুযায়ী তাহার পেশীময় প্রাচীর পাতলা হয় এবং তদ্বার হার্টের সঙ্কোচন ক্রিয়ার এরূপ দুৰ্ব্বলতা জন্মে যে লংস মধ্য হইতে রক্ত সম্যক প্রকারে সঞ্চালিত হইতে পারে না । সুতরাং সমুদায় শরীরে অপরিস্কৃত রক্ত সঞ্চালিত হয় প্রতিশেষে ভুপসি আগমন করে। এই ড্রপসিতে উৰ্দ্ধ অধ:শাখার"স্ফীততার সহিত ওষ্ঠাধর, হস্তদ্বয় এবং পদদ্বয়ের ঈষৎ নীলবর্ণ থাকায় সমুদায় শরীর মধ্যে ভিনস বুড বা অপরিস্কত রক্তের প্রাদুর্ভাব প্রকাশ করে । হার্টের দক্ষিণ পাশ্বে রক্ত সঞ্চালনের এইরূপ ব্যাঘাত প্রযুক্ত রক্তের সিরমাংস টিহুদিগের মধ্যে বিস্তৃত হওয়াতে কিম্বা হার্টের দক্ষিণ পাশ্বের দুৰ্ব্বলতা ও অসম্পূর্ণতা বশতঃ ( যাহা লংস মধ্যে রক্তবিরোধতা বশতঃ হার্ট তন্মধ্যে রক্ত সঞ্চালন করিতে অসমতুল্যরূপে চেষ্টা করাতে উদ্ভব হয় তজ্জন্য ) যে ড্রপসি হয় তাহ অনশ্চর্য্যের বিষয় নহে। কিন্তু ইম্ফিসিমা ও ক্রণিক ব্রঙ্কাইটিস রোগে যে ড্রপসি উৎপন্ন হয়, তাহা ইহা অপেক্ষা আরও অধিক বিকৃতি ব্যক্ত করে । হার্ট কি কারণ বশতঃ দুৰ্ব্বল হয় ? কি কারণ বশতঃ তাহার গহ্বর বৃদ্ধি ও পেশীময় প্রাচীর দুর্বল হয়? ইম্ফিসিম রোগে নিশ্বাস প্রশ্বাসের অসম্পূর্ণত হেতু পালমোনেরি আর্টরি মধ্যে ভিনস রড সঞ্চিত হয় এবং হার্টের দক্ষিণাংশ ঐ রক্ত লংস মধ্যে দূরীভূত করণ জন্য অতিশয় পরিশ্রম করাতে যে দুৰ্ব্বলতা প্রাপ্ত হয় তাহা সকলেই বুঝিতে পারিবেন। কিন্তু হার্ট কেন দুৰ্ব্বল হয় ? মস্কুলার টিস্থ মধ্যে এই নিয়ম দৃশ্য হয় যে তাহাদিগের প্রতিপালন ও স্থলত কেবল তাহাদিগের ক্রিয়ার চতুরতা অতীরে হইয়া থাকে। বিশ্রাম বশতঃ চলৎশক্তির পেশী সমুদায় সুর্বল এবং ব্যায়াম ক্রিয়াদি দ্বারা তাহাদিগের ক্ষমতা বৃদ্ধি হয়।
পাতা:ড্রপ্সির অর্থ কি?.djvu/৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।