পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b'8 ঢাকার ইতিহাস । [২য় খণ্ড । অদৃষ্টনেমীর আবর্তনে আর্য্যাবর্ত ও দক্ষিণাপথে যে সমুদয় রাজবংশ গুপ্ত সাম্রাজ্যের ধ্বংসবিশেষ গ্রহণ করিয়া সম্পন্ন হইয়াছিল, তাহাদিগের অধঃপতন আরন্ধ হইল। বহুদূরে, প্রাচীন পূণ্যক্ষেত্রে, স্থানীশ্বরের গৌরবভাস্কর সমুদিত হইতেছিল। তখনও গুপ্ত রাজগণ হর্ষ বর্ধন। সম্রাট উপাধিতে ভূতি হইতেন। গুপ্ত বংশের ৬০৬–৬৪৭ কন্ত বিবাহ করিয়া জয়বৰ্দ্ধন ধন্য হইয়াছিলেন। রাজ্যবৰ্দ্ধনের প্রতাপে হিমানী মণ্ডিত শিখরে বসিয়া কাম্বোজ-রাজ ভয়ে কম্পিত হইতেন। পুরুষপুর হইতে কামরূপ পর্যন্ত, হিমাচলের পাদদেশ হইতে নৰ্ম্মদাতীর পর্য্যন্ত, হৰ্ষবৰ্দ্ধনের অধিকার বিস্তৃত হইয়াছিল। রাজ্যবৰ্দ্ধন সত্যামুরোধে প্রজাপুঞ্জের প্রিয়কাৰ্য্য সাধন নিমিত্ত অরতিভবনে প্রাণত্যাগ করিলে ( ১ ) তদীয় কনিষ্ঠ হৰ্ষবৰ্দ্ধন পঞ্চসহস্ৰ হস্তী, দ্বিসহস্ৰ অশ্বারোহী এবং পঞ্চাশৎ সহস্র পদাতিক সৈন্তসহ গোঁড় সাম্রাজ্য আক্রমণ করিয়াছিলেন (২) । কিন্তু ছয় বৎসর যুদ্ধ করিয়াও “চতুরুদধি-সলিল বীচি-মেখলা-নিলীন সদ্বীপ-গিরিপত্তন-বতী-বস্থস্করার অধীশ্বর মহারাজাধিরাজ” শশাঙ্কের (৩) বিশেষ ক্ষতি করিতে সমর্থ হন নাই। কিন্তু শশাঙ্কের মৃত্যুর পর যে তদীয় সাম্রাজ্য “পঞ্চ ভারত” বিজেতা হৰ্ষবৰ্দ্ধনের পদানত হইয়াছিল তদ্বিষয়ে কোন সন্দেহ নাই। হিমালয় হইতে নৰ্ম্মদা নদী পৰ্য্যস্ত সমগ্র প্রদেশ, মালব, গুর্জর এবং সৌরাষ্ট্র রাজ্য লইয়া তাহার সাম্রাজ্য গঠিত হইয়াছিল। পশ্চিমে, জামাতা বলতী (১) "উৎখায় দ্বিধতো বিজিত্য বস্থধাঙ্কত্ব প্রজানাং প্রিয়ং প্রাণামুজৰিতৰানরীতি ভবনে সত্যামুরোধেন ধঃ।" Banskhera Plate of Harsha. Epi. Indica vol IV. (*) Beal's Records vol 1 Page 213. ( * ) Epi. Indica vol VI. Page 143.