পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ অঃ ] ভাস্করবর্ম । brぬ শীলভদ্র নিরাপত্তিতে ঐ দান গ্রহণ করিয়া একটি সুবিশাল সংঘারামের প্রতিষ্ঠা করেন, এবং তাহার ব্যয় নিৰ্ব্বাহাৰ্থরাজদত্ত গ্রামের সমুদয় আয় স্তন্ত করিয়া দেন । এই সংঘারাম “শীলভদ্রের সংঘারাম” নামে পরিচিত ছিল। এই স্থান “গুণমতির বিহার” হইতে ২০ লি বা ৪ মাইল দক্ষিণ-পশ্চিমে, এবং গয়া হইতে ৪০৫• লি বা ১-১২ মাইল উত্তর পূর্বদিকে অবস্থিত। কামরূপাধিপতি ভাস্করবম্ম চৈনিক শ্রমণ ইউয়ান চোয়াংকে তদীয় রাজ্যে নিমন্ত্রণ করিলে তিনি তিনবার তাহার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করিয়াছিলেন,কিন্তু অবশেষে স্বীয় গুরু শীলভদ্রের উপদেশে তথায় যাইতে স্বীকৃত হইয়াছিলেন। শ্রীহট্টের পঞ্চখণ্ড হইতে আবিষ্কৃত কামরূপাধিপতি ভাস্করবর্ঘার তাম্রশাসনে লিখিত আছে, “মহানীেহস্তাশ্বপত্তি সংপত্ত্ব পাত্ত জয়শদাম্বয়ার্থস্কন্ধাবারাৎ কর্ণসুবল্লবাসকাৎ ” হুতবাং ইহাতে স্পষ্টই প্রতীয়মান হয় যে, কামরূপরাজ এক সময়ে কর্ণসুবর্ণ পর্যন্ত অধিকার করিতে সমর্থ হইয়াছিলেন। সম্ভবতঃ ভাস্করবর্ণ কান্য-কুক্তাধিপতি হৰ্ষবৰ্দ্ধনের সাম্রাজ্য थडिठ्ठाग्न गशग्रक श्हेब्राष्ट्रित्नन। ७६४ श्रृंप्टेरल श्र्यदईएनत्व ब्लु ' তাহার সাম্রাজ্য মধ্যে বিপ্লব উপস্থিত হইয়াছিল, ভাস্করবর্ম এবং সুযোগ বুঝিয় মগধাধিপ আদিত্য সেন সমুদয় প্রাচ্যভারত হস্তগত করিয়া মহারাজাধিরাজ উপাধিগ্রহণ করিয়াছিলেন । এই সময়ে ভাস্করবর্শ্বা হর্ষবৰ্দ্ধনের সেনাপতি রাজ্যাপহারক অর্জন অরুণাশ্বকে পদচ্যুত করিবার জন্য চীনদুতকে সাহায্য প্রেরণ করিয়াছিলেন। এই সময়ের চৈনিক গ্রন্থ সমূহে ভাস্কর বর্শ্ব প্রাচ্যভারতের অধীশ্বর বলিয়া অভিহিত হইয়াছেন (১)। সম্ভবতঃ যে সুযোগে হৰ্ষবৰ্দ্ধনের সেনাপতি অর্জুন বলপূৰ্ব্বক স্বীয় প্রভূর সিংহাসন হস্তগত করিয়াছিলেন, রাষ্ট্রয় বিপ্লবের সেই শুভ e) v. A. smith's H. of India and Edition Page saj.