পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঢাকার ইতিহাস । [২য় খণ্ড سوا• ج" কুলগ্রন্থ মতে বীরেন্দ্র কাশুপ গোত্রীয় বীজীপুরুষ মুষেণ (ইনি আদিশূরানীত ব্ৰাহ্মণ পঞ্চকের অন্যতম ) হইতে স্বর্ণরেখ ১০ম পুরুষ অধস্তন । ৬/রাজা রাজেন্দ্র লাল মিত্রের মতানুসারে ৩• বৎসরে একপুরুষ গণনা করিয়া মুষেণ হইতে স্বর্ণরেখ পৰ্য্যন্ত ৩০০ বৎসর প্রাপ্ত হওয়া যায়। স্বতরাং ধৰ্ম্মপালের সমসাময়িক স্বর্ণরেখ আদিশূরের সমসাময়িক স্বৰেণ জুইতে ৩০০ বৎসর পরে জন্মগ্রহণ করিয়াছিলেন বলিতে হইবে । এই হিসাবেও ১০২৪—৩• • - ৭২৪ খৃষ্টাব্দ আদিশূরের আমুনানিক আবির্ভাব कांण &aांश्ठं श७ब्रां यांग्न । প্রাচীন কুলাচাৰ্য্য হরিমিশ্র সেনবংশীয় নৃপতি দনৌজ মাধবের সমসাময়িক । ইনি ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগে আবির্ভূত হইয়াছিলেন। হরিমিশ্রেয় গ্রন্থ আমাদের দেখিবার সুযোগ হয় নাই, কিন্তু পূজ্যপাদ শাস্ত্রী মহাশয় লিখিয়াছেন, এই হরিমিশ্রের কারিকায় বঙ্গে পঞ্চ ব্রাহ্মণানয়নের অত্যয়কাল পরেই পাল রাজগণ বঙ্গরাজ্যে আধিপত্য বিস্তার করিয়াছিলেন বলিয়া উল্লিখিত হইয়াছে। পালরাজগণ ৰে ৭৮ খৃষ্টান্ধ মধ্যে বঙ্গে রাজা প্রতিষ্ঠা করিতে সমর্থ হইয়াছিলেন তাহ আধুনিক অনুসন্ধানে নির্ণীত হইয়াছে। সুতরাং আদিশূরকে পাল রাজগণের পূর্বেই স্থাপিত করিতে হুইবে । আবার, যারেজগণের লাহেড়ী বংশাবলী পাঠে জানা যায়, পালবংশীয় দেবপালের পিতা ধৰ্ম্মপাল ক্ষিতীশে দু পৌত্র ভট্টনারায়ণ-মুত আদি গাঞি ওৰাকে ধামসার গ্রাম প্রদান করিয়াছিলেন ( ১ ) । ভট্টনারায়ণের জ্যেষ্ঠপূত্রের নাম আদিগাঞি ওঝা, রাঢ়ীয় শ্রেণীর মতে জাদি বরাহ বা (১) “রাজা জৰশ্বপাল; মুখ সুরধুনী তীর দেশে বিধাতুং লাম্বাদিগাঞি বিপ্লং গুণযুক্ত ভনয়ং ভট্টলারায়শস্ত। दछोरस प्रकि.ोषी९ जकर्षक ग्रुखोज्रश्'बिमाग्नेछि सन९ গ্রামং স্তশ্বৈ বিচিত্ৰং স্বরপুর সদৃশং প্রাদাৎ পুণ্যক্ষামঃ"। লাহেড়ী ফুলপঞ্জী ।