পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6ग एचः ] আদিশূরের আবির্ভাব কাল । కి అసి আদিগাঞি ওঝা ও আদি বরাহ বন্য একইব্যক্তি। ইনি আদিশূরানীত ব্রাহ্মণ পঞ্চকের অন্ততম শাগুিল্য গোত্রজ ক্ষিতীশের পৌত্র। কিতাঁশের পুত্র ভট্টনারায়ণ, ভট্টনারায়ণের পুত্র আদিগাঞি। “তৎস্থতশ্চ ক্ষিতীশঃ স আগতে গোড়মগুলে। ভট্টনারায়ণস্তন্মাৎ সৰ্ব্বশাস্ত্রবিশারদঃ ॥ তৎপুত্র ভূরিবিখ্যাতাঃ সৰ্ব্ব শাস্ত্ৰেষু পণ্ডিতা: | আস্তে বরাহ বাটুশ রামে নানো নিপোস্তথা” । —হুরিমিশ্র । ধৰ্ম্মপাল সম্ভবতঃ ৭১৫ খষ্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। সুতরাং অষ্টম শতাব্দার প্রথমভাগে ক্ষিতীশ ও আদিশূরের আবির্ভাবকাল নির্দেশ করা যাইতে পারে । উল্লিখিত বিবরণ সত্য হইলে আদিশূর ৰে পালবংশীয় নৃপতি ধৰ্ম্মপালের তিন পুরুষ পুৰ্ব্বে আবিভূত হইয়াছিলেন, তদ্বিষয়ে কোনও সন্দেহ থাকে না । বল্পভটিস্বরি চরিত, রাজশেখরের প্রবন্ধ কোষ প্রভৃতি জৈনগ্রন্থ হইতে জানা যায় যে, কান্তকুজাধিপতি যশোবর্ষদেবের পুত্র আমরাজ গৌড়াধিপ ধৰ্ম্মপালের চিরশত্রু ছিলেন । উভয়ের মধ্যে সৰ্ব্বদাই বাদ বিসম্বাদ হইত। তাহা হইলে আদিগাঞি ওঝার পিতামহ জামরাজের পিতা শোবর্ষদেবের সমসাময়িক ছিলেন ; যশোবর্শা ও মুক্তরাং বঙ্গাধিপতি মহারাজ আদিশূর হতে আদিশূর। কান্তকুজাধিপ যশোবর্ষদেবের সময়েইপ্রান্থভুক্ত হইয়াছিলেন। ডাক্তার ভাণ্ডারকারের মতে বশোবর্মদেব প্রায় ৭৫৩ খষ্টাব্দে মানবলীলা সম্বরণ করেন (১)। পূজ্যপাদ মহামহোপাধ্যায় প্রযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বলেন, “মহাকবি ভবভূতি (3) Dr. Bhandarkar's Notices of Sanskrit Mss. 188-884, Page 15,