পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম অঃ ] যশোবর্শা ও আদিশূর। SY} পদানত হুইয়াছিলেন" ( ১)। চীনদেশের ইতিহাসে যশোধৰ্ম্ম 1-chafon-mo নামে পরিচিত ( ২ )। চীনদেশের ইতিহাস পাঠে জানা যায়, ৭৩১ খৃষ্টাব্দে যশোধৰ্ম্ম চীন সম্রাটের নিকট দূত প্রেরণ করিয়াছিলেন। যশোবর্ষার প্রতিদ্বন্দ্বী গৌড়পতি সম্ভবতঃ আদিত্য সেনের প্রপৌত্র মহারাজাধিরাজ দ্বিতীয় জীৰিত গুপ্ত। তৎকালে মগধেশ্বর শশাঙ্ক-প্রবর্তিত উত্তরাপথের পূর্বাংশের অধিপতি “গোঁড়াধিপ উপাধিতে ভূষিত ছিলেন। কিন্তু “বঙ্গপতি” এই সামন্ত চক্রের বহির্ভূত ছিলেন (৩)। যশোবন্ম। কর্তৃক পরাজিত এই বঙ্গপতির পরিচয় অস্থাপি নির্ণীত হয় নাই। ব্রাহ্মণডাঙ্গ নিবাসী ৮বংশীবদন বিদ্যারত্ন ঘটক-সংগৃহীত কুলপঞ্জিকা এন্থে “ভূপূরেণ চ রাজ্ঞাপি শ্ৰীজয়ন্ত স্বতেন চ" লিখিত আছে, দেখিতে পাইর, প্রাচ্যবিস্ত মহার্ণব শ্ৰীযুক্ত নগেন্দ্ৰ নাথ বসু মহাশয় “বিশ্বকোষ” এবং “ৰঙ্গের জাতীয় ইতিহাস ১ম ভাগে” প্রতিপন্ন করিতে প্রয়াস পাইয়াছেন যে, জয়ন্ত ও আদিশূর অভিন্ন আদিশূর ও জয়ন্ত। ব্যক্তি এবং ইনিই রাজতরঙ্গিীতে উল্লিখিত গোঁড়াধির জয়ন্ত। পরে প্রযুক্ত নিখিল নাথ রায় মহাশয় ও “সাহিত্য” ১২শ ভাগ ৭২৩ পৃষ্ঠায় নগেন্দ্র বাবুর মতের পোষকতা করিয়াছেন। ‘গৌড়ের ইতিহাস" এবং ‘বাঙ্গালার পুরাবৃত্ত” গ্রন্থেও উপরোক্ত সিদ্ধান্ত গৃহীত হইয়াছে। “বঙ্গের জাতীয় ইতিহাস— রাজন্তকাণ্ডে, নগেন্দ্র বাবু উপরোক্ত বচনের অাকর প্রায় দুইশত বর্ষের হস্তলিখিত ‘ৱাটা স্কুল মন্ত্ৰী বলিয়া উপস্থিত করিয়াছেন। ( > ) or—Bombay Sanskrit Series No. 34. (R) M. M. Chavannes and Levi, Journal Asiatic Society of Bengal 1895. Page 353. (৩) গোঁড় রাজমালা ১৫ পৃষ্ঠা।