পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মাম্বুরাগ-বল্লালসেন-বল্লালের জন্ম সম্বন্ধে কিম্বদন্তী-আবির্ভাবকাল, —সাম্রাজ্যবিভাগ—কৌলীন্তপ্রথা, বল্লাল সেনের পাণ্ডিত্য-বল্লাল সেনের ধৰ্ম্মমত—লক্ষ্মণসেন—লক্ষ্মণ সেনের তাম্রশাসন-কামরূপ জয়-জারাকান রাজও লক্ষ্মণ সেন—কলিঙ্গ বিজয়, গোবিন্দচন্দ্র ও লক্ষ্মণসেন- লক্ষ্মণ সেনের জন্মস্তস্ত-গৌড়ীয় গোবিন্দপালও লক্ষ্মণসেন—লক্ষ্মণ সম্বৎ—অশোকচার দেবের শিলালিপি চতুষ্টর-নিৰ্ব্বাণাব্দ–নিৰ্ব্বাণান্ধ সম্বন্ধে বিভিন্ন মতবাদ —অতীত রাজ্যাঙ্ক—পরগণাতি সন, সন বল্লালি ও লক্ষ্মণ সম্বৎ—লক্ষ্মণ সেনের পলায়ন কলঙ্ক—লক্ষ্মণ সেনের ধৰ্ম্মামুরাগ-লক্ষ্মণ সেনের বিস্তামুরাগ—রাজ্যের অৰন্থ-রাজ্যকাল-মাধব সেন—বিশ্বরূপ সেন—কেশব সেন—কেশবসেনের কাব্যামুরাগ । একাদশ অধ্যায় । স্বাধীন ভূস্বামীগণ (৪২৫–৪৭২)। (ক) পরবর্তী সেনরাজ বংশ। * গুণ নারায়ণ—মধুসেন–রূপসেন—দমুজ মর্দন। (খ ) অপর লেন রাজবংশ। দ্বিতীয় বল্লাল সেন। (গ) সাভার, ধামরাই এবং ভাওয়ালের चाशैन फूत्राशैश्न१ ।। হরিশ্চন্ত্র পাল-আবির্ভাবকাল—ধৰ্ম্মমঙ্গলের হরিশ্চজ—ঙ্কগ্নিস্টজের তিরোধান-রাজা দামোদর—রাবণ রাজk=বশোপাল-শিশুপাল— প্রতাপ ও প্রসন্ন স্নায়— घामश्नं चाश्वTांग्न ? শাসন তন্ত্ৰ ( ৪৭৩-৪৯১)।