পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৪ ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড । তোলে”। ১৮৩৭ খৃষ্টাবের কলিকাতা এসিয়াটিক সোসাইটির পত্রিকায় নালিকের একখানি ৭৩০ শকাব্দের (৮০৮ খৃষ্টাব্দ) লিখিত তাম্র শাসনের যে বিবরণ প্রকাশিত হয়, তাহাতে লিখিত আছে যে, বৎসরাজ ও রাষ্ট্রকুট পতি গোবিনা রাজের পিতা পৌররাজ গৌড় আদিশূর কবিতে বৎসরাজকে পরাজিত করিয়া উভয়ের রাজ ছত্র কড়িয়া লইয়াছিলেন। কৈলাস বাবু বলেন, “এমতাবস্থায় ইহ সহজেই অনুমিত হয় যে, বৎসরাজ গৌড়ের বৌদ্ধ ধৰ্ম্মাবলম্বী নরপতিকে উচ্ছেদ করিয়া তৎপরিবর্তে জনৈক হিন্দুকে গৌড়ের সিংহাসনে স্থাপন করিয়াছিলেন। আমাদের বিবেচনায় ইনিই আদিশূর। বৎসরাজ শৈব ছিলেন, সুতরাং তৎকর্তৃক প্রতিষ্ঠিত রাজা আদিশূরও শৈব হওয়ারই সম্ভব। আদিশূর কোনবংশীয় নরপতি তাহার কোনও উল্লেখ নাই। আদিশূর কিম্বা তাহার উত্তর-পুরুষ কোন রাজা দিনাজপুর অঞ্চলে যে শিব মন্দির নিন্মর্পণ করিয়াছিলেন, সেই মন্দির স্তন্তের খোদিত লিপি পাঠে অবগত হওয়া যায় যে, ইহারা আপনাদিগকে কম্বোজ বংশজ বলিয়। পরিচয় দিয়া গিয়াছেন। সুতরাং ইহা অনুমান করা যাইতে পারে যে, ৰৎসরাজ কম্বোজ বংশীয় কোন সেনাপতিকে গৌড়ের সিংহাসনে স্থাপন করিয়াছিলেন” (১)। উপরোক্ত অনুমানের কোনও কারণ প্রদর্শিত হয় মাই। দিনাজপুর গুস্ত লিপির “কাম্বোজায়জেন গৌড়পতিম৷” ৰাক্যাংশ কৃষ্ট্রে তিনি বৎসরাজের কল্পিত সেনাপতি আদিশূরকে কাম্বোজ বংশীয় বলিয়া পরিচিত করিয়াছেন। কৈলাস বাবু এখানে সম্ভবতঃ গুর্জরপতি বৎসরাজের বিষয়ই ৰলিতেছেন। হর্ষ বর্ধনের মৃত্যুর কিঞ্চিদধিক এক শতাৰী পরে গুর্জর জাতি কর্তৃক মধ্য ভারত ৰিজিত হইয়াছিল। গুর্জরের প্রতি হার বংশীয় - (১) নবাভারত ১২১৬, বৈশাখ । ... *