পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృలు ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড অত্র প্রকরণেন অভিধ উমানামী মহাদেবী তস্বল্লভ ভামুদেব নৃপতি রূপে অর্থে নিয়ন্ত্রিতে ব্যঞ্জনয়ৈব গৌরীবল্লভরূপঃ অর্থে বোধ্যতে ” সাহিত্য দর্পণ, ৫২.৫৩ পৃষ্ঠা। অশেষ শাস্ত্রার্থদর্শী ক্রযুক্ত উমেশচন্দ্র বিদ্যারত্ব মহাশয় লিখিয়াছেন, “এখানে বৈদ্যকুল কেশরী মহামহোপাধ্যায় মহাকবি বিশ্বনাথ কবিরাজ তাহার পিতা চন্দ্রশেখর কবীন্দ্রের কথা বলিতেছেন যে তিনি চতুর্দশ ভাষায় মহাপণ্ডিত ও মহারাজ ভামুদেবের প্রধানামাত্য ও সান্ধিবিগ্রহিক ছিলেন । রাজমহিষীর নাম উমা ছিল। আমরা মনে করি, এই ভামুদেব, ঘামিনীভানু, ভূশুর এবং বিমল সেন একই ব্যক্তি ” উক্ত বিষ্ঠারত্ব মহাশয়ের লিখিত আদিশূরের বংশাবলী এস্থলে উদ্ধত হইল (১)। প্রকৃত নাম উপনাম ১ । মহারাজ শালবান সেন X ২। প্রতাপচন্দ্র সেন কবিশ্বর ৩ । তেজঃ শেখর সেন মাধবপূর ৪ । লক্ষ্মীনারায়ণ সেন আদিশূর ৫ । বিমল সেন ভূপূর, যামিনী ভামু বা ভাসুদেব । - ৬। অনিরুদ্ধ সেন ক্ষিতিশূর ৭। প্রতাপরুদ্র সেন ধরাশূত্র ৮। ভূদত্ত সেন (ভবদন্ত সেন ) ? ১। রঘুদেব সেন X ১০ । গিরিধারী সেন X (>) বল্লালমোহমুদার ৩২৪ পৃষ্ঠ৷