পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৮ ঢাকার ইতিচাস । [ ২য় খণ্ড । ইষ্টয়াছিল। সুতরাং উহ। প্রমাণ স্বরূপে ব্যবহৃত হইবার অযোগ্য। আৰার অনেক স্থলে কুলগ্রন্থ গুলি কোনও উদ্দেশু মূলে লিপিবদ্ধ হইয়াছিল বলিয়াই বোধ হয় ; অভিনব ঐতিহাসিক আবিষ্কারের আলোক পাতে কুল গ্রন্থের অনেক স্থান প্রক্ষিপ্ত বলিয়াও প্রতিপন্ন হইয়াছে। এমতাবস্থায় কুলশাস্ত্রের প্রমাণ অবলম্বনে ইতিহাস রচনা কর। নিরাপদ নহে।