পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ8e ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড চৈত্র সম্ভবতঃ দ্বিতীয় তাম্রশাসনোল্লিখিত বুদ্ধ-মণ্ডপে অথবা বিহার বিহারিক চতুষ্টয়েই রক্ষিত হইত। এই তাম্রশাসনে খড়েগাদ্যম, জাত খড়গ দেব খড়গ এবং রাজরাজ ভট্ট ব্যতীত মহাদেবী প্রভাবতী, এবং উদীর্ণ খড়েরও নাম প্রাপ্ত হওয়া যায়। উদীর্ণ খড়গও এই খড়গ বংশীয়ই ছিলেন, কিন্তু দেবখড়ের সহিত ইহার কি সম্বন্ধ ছিল তাহ জানা যায় না। নিম্নে এই খড়গরাজ গণের বংশগত প্রদত্ত হইল । খড়েগাছম ਬਾੈ। | দেবখড়গ রাজরাজ ভট্ট। ঐযুক্ত নলিনী কান্ত ভট্টশালী এম, এ, মহাশয়ের মতে রাজভট্ট সপ্তম শতাব্দীর শেষ পাদে প্রাচুভূত হইয়া ছিলেন ; এবং গুপ্ত-সাম্রাজ্য ধ্বংস হইলে, ৬ষ্ঠ শতাব্দীর শেষ পাদে, খড়গবংশীয় প্রথম নরপতি খড়েগাদ্যম সমতটে স্বীয় প্রাধান্ত-বিস্তার করিবার অবসর প্রাপ্ত হইয়াছিলেন ( ১ ) { প্রাচ্য বিদ্যা মহার্ণব ঐযুক্ত নগেন্দ্রনাথ বন্ধ মহাশয় তদীয় বঙ্গের জাতীয় ইতিহাস, রাজন্ত কাণ্ডে লিখিয়াছেন, “আমরা খড়গরাজগণের তাম্র শাসনের লিপি আলোচনা করিয়া বুঝিয়াছি, আবির্ভাব কাল গজাম হইতে আবিষ্কৃত শশাঙ্ক দেবের মহাসামন্ত মাধবরাজের তাম্রশাসন এবং অফ সড় হইতে আবিষ্কৃত মগধধিপ আদিত্য সেনের খোদিত লিপির অক্ষর বিদ্যাসের সহিত দেবখড়োর তাম্রপট্ট লিপির যথেষ্ট সামঞ্জস্ত রহিয়াছে। এরূপ স্থলে ( S) J. A. S. B. March, 1914, page 87.