পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>88. ঢাকার ইতিহাস । [২য় খণ্ড বলিয়া নির্দেশিত হইয়াছে ( ১ ) । গঙ্গামোহন তমিশাসনের লস্কর লিখিয়াছিলেন, “অক্ষরগুলি উত্তর ভারতীয় লেখমালা প্রাচীন কুটিলাক্ষর সদৃশ। “মাত্রা সমূহ বিশেষরূপে পরিস্ফুট হয় নাই; প'ম' ষ,'ষ', 'স' প্রভৃতি অক্ষর মাত্রা শূন্তরূপেই উৎকীর্ণ হইয়াছে। সুযোগ সৰেও “অবগ্রহ” চিহ্ন ব্যবহৃত হয় নাই। “বিরাম” পরিলক্ষিত হয় না। সংবং শব্দে “ৎ” ব্যবহৃত হইয়াছে। অক্ষরগুলি পালও সেনরাজ গণের তাম্রশাসনে ব্যবহৃত অক্ষর অপেক্ষ প্রাচীন বলিয়াই মনে হয়” (২) । শ্ৰীযুক্ত নলিনী কান্ত ভট্টশালী এম, এ মহাশয় বলেন “অষ্টম শতাব্দীর শাসনাবলী এবং লেখ-মালার সহিত তুলনা করিলে নিমিষে প্রতীয়মান হইবে যে এই তাম্রশাসনদ্বয় উহাদের চেয়ে অনেক প্রাচীন । এমন কি ৭ম শতাব্দীর শেষভাগের লিপিমালার সহিত তুলনা করিলেও দেখিতে পাওয়া যাইবে যে তাম্রশাসনদ্বয় তাহাদের পূর্ববৰ্ত্তী। হর্ষ সম্বতের ৬৬ বৎসর ( ৬৭২ খৃষ্টাব্দ ) মানাঙ্কযুক্ত মহারাজ আদিত্য সেনের সাহাপুরের মূৰ্ত্তি লিপি এবং মহারাজ আদিত্য সেনেরই অপসড় শিলালিপির সহিত আসরষ্ণপুর তাম্রশাসনের অক্ষরের তুলনা করিলে দেখা যাইৰে যে আসরফপুর তাম্রশাদনের অক্ষরগুলি উক্ত লিপি দ্বয় হইতে প্রাচীনতর। মহারাজধিরাজ হর্ষবর্ধনের মধুবন এবং বাশখারায় প্রাপ্ত তাম্রশাসন দ্বয়ের অক্ষরের সহিত আসরকপুরের তাম্রশাসন দ্বয়ের অক্ষরের এত সাদৃশু আছে যে, দেখিয়াই মনে হয়, এই চারিখানি তাম্রশাসন একই সময়ের”(৩) । ( > ) Proceedings of the Asiatic Society of Bengal, 1885 page 51 (R) Memoirs Asiatic Society of Bengal voll page 87. (৩) প্রতিভা ১৩২•, চৈত্র, ৩৮১ পৃষ্ঠ, Journal of the Asiatic Society of 13engal, March 1914, page So