পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ অঃ ] . খড়গরাজগণের রাজ্য বিস্তৃত। »69 বর্ণনা পাঠে অসুমিত হয়, সমতটাধিপতি একজন গণনীয় রাজা ছিলেন। সম্ভবতঃ ত্রিপুর জিলার চাদপুর মহকুম ; বরিশাল, যশোহর ও ফরিদপুর জিলার সমুদয় ; ঢাকা জিলাৰ মধুপুর বনভূমি এবং ভাওয়ালের কতকাংশ ব্যতীত সমগ্ৰস্থান ; এবং খুলনা জিলার কতকাংশ লইয়াই সমতট রাজ্য গঠিত হইয়াছিল।