পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ j ধৰ্ম্মপালের সময় নিরূপণ । >yరి দ্যায় মন্ত্রী থাকিতেও তিনি সেই একটিমাত্র দিকেও সন্তঃ দৈত্যপতিগণ কর্তৃক পরাজিত হইয়াছিলেন ; আর আমি সেই পূৰ্ব্বদিকের অধিপতি ধৰ্ম্ম নামক নরপালকে অখিল দিকের স্বামী করিয়া দিয়াছি” (১)। এস্থলে ঐযুক্ত অক্ষয়কুমার মৈত্রের মহাশয় লিথিয়াছেন, “পালবংশীয় নরপালগণ প্রথমে বঙ্গদেশে অধিকার লাভ করিয়া, পরে মগধ জয় করিবার যে কিংবদন্তী তারানাথের গ্রন্থে উল্লিখিত আছে, “তদধিপ” শব্দে তাহ সমর্থিত হইতেছে। পাল নরপালগণ যে বাঙ্গালী ছিলেন, এই বিশেষণ হইতে তাহার আভাস প্রাপ্ত হওয়া যায়” (২) । তারানাথের মতে ধৰ্ম্মপাল প্রথমে বঙ্গে আধিপত্য করিতেন, পরে গৌড় প্রভৃতি অঞ্চলে তাহার প্রভাব বিস্তৃত হয়। এই সমুদয় কারণে মনে হয় ধৰ্ম্মপাল হয়ত গোপালের জীবিতাবস্থায় বঙ্গের শাসনভার প্রাপ্ত হয়ৈছিলেন। ঐযুক্ত রমাপ্রসাদ চন্দ মহাশয় লিখিয়াছেন ৩ে), “কোন সময়ে ষে - ধৰ্ম্মপাল পিতৃ সিংহাসন লাভ করিয়াছিলেন, এবং ধৰ্ম্মপালের ইস্রায়ূধকে পরাভূত করিয়া উত্তরাপথের সাৰ্ব্বসময় নিরূপণ ভৌম হইয়াছিলেন, তাহ নিরূপণ করা সুকঠিন। রাষ্ট্রকুটরাজ অমোঘ বর্ষের একখানি অপ্রকাশিত তাম্রশাসনে উক্ত হইয়াছে, অমোঘ বর্ষের পিতা তৃতীয় গোবিন্দ উত্তরাপথ আক্রমণ করিলে— (s) শত্ৰুঃ পুরোদিশ পতিনদিগন্তরেয়ু তত্ৰাপি দৈত্য পতিভিজিত এব (সদ্য: ) ধৰ্ম্মঃ কৃত স্তদধিপ বধিলাহু দিকু স্বামী ময়েতি বিজহাস বৃহস্পতি যঃ ” গৌড়লেখ মাল ৭১.৭২ ; ৭৭ পৃষ্ঠা, । (২) গৌড়লেখ মাল৷ ৭৭ পৃষ্ঠা, পাদ টকা। (৩) গৌড় রাজমালা ২৩, ২৪ পৃষ্ঠা।