পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড । • سرايئ لا সাগর তাল লিপির এই পরাশ্রিত চক্রায়ুধ যে ধৰ্ম্মপাল কর্তৃক । কানাকুক্সের সিংহাসনে প্রতিষ্ঠিত চক্রায়ুধ, এবং এই বঙ্গপতি যে স্বয়ং ধৰ্ম্মপাল, তদ্বিষয়ে কোনও সংশয়ই উপস্থিত হইতে পারে না ( ১ )। রাষ্ট্রকুটধাক্ত তৃতীয় গোবিনের পুত্র প্রথম অমোঘ বর্ষের তাম্রশাসন আবিষ্কৃত হওযার পরে উপরোক্ত সিদ্ধান্ত দৃঢ়ীভূত হইয়াছে। এই শেষোক্ত তাম্রশাসন হইতে অবগত হওয়া যায় যে, তৃতীয় গোবিন্দ । নাগভট নামক জনৈক রাজাকে পরাজিত করিয়াছিলেন এবং ধৰ্ম্ম (পাল) এবং চক্রায়ুধ এই উভয় নৃপতি স্বয়ং আসিয়া ( গোবিন্দের নিকট ) নতশির হইয়াছিলেন ( ২ )। এই তাম্রশাসনে আরও লিখিত আছে (১) গুর্জর এবং মালবের বহির্ভাগে অবস্থিত, গান্ধীর ( পেশোয়ার প্রদেশ ) হইতে মিথিলার সীমান্ত পৰ্য্যন্ত বিস্তৃত সমস্ত উত্তরাপথ ইত্রায়ুধের করতলগত ছিল । ধর্মপাল ইন্দ্রায়ুধ এবং উহার সামন্থগণকে পরাজিত করিয়া, উত্তর পথের সার্ক ভেীমের সমুন্নত পদলাভ করিয়াছিলেন। এত বৃহৎ সাম্রাজ্য স্বয়ং শাসন করিতে সমর্থ হইবেন না মনে করিয়া, তিনি আযুদ্ধ-রাজ বংশীয় আর একজনকে (চক্রাযুদ্ধকে ) স্বকীয় মহাসামন্ত্ররূপে কান্তকুক্তে প্রতিষ্ঠাপিত করিয়াছিলেন । গৌড় রাজমালা—২২ পৃষ্ঠা। { ২) ছিমৰৎ পৰ্ব্বত নিৰ্ব্বায়ু তুরগৈ পতঞ্চ গাঢ়জজৈ দ্বনিত মজ্জন তুষ্টকৈ দ্বিগুনিতম-জুন্নোহপি তৎ করে। স্বরমোবাপনতে চ যন্ত মহতি তেী ধৰ্ম্ম চক্রায়ুৰীে হিমবান্‌ কীৰ্ত্তিম্বৰূপতামুপগতপ্তং কীৰ্ত্তি নারায়ণঃ" । Verse 13. Journal of the Bombay Branch of the Royal Asiatic Society 1906. page 118.