পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›ዓo ঢাকার ইতিহাস । [ २झ। १७ ।। তাম্রশাসন হইতে জানা গিয়াছে যে, তৃতীয় গোবিন্দ ৮১৩ খৃষ্টাব্দের ডিসেম্বর মাসেও জীবিত ছিলেন (১)। ৭৩৬ শকাবে বা ৮১৪ খৃষ্টাব্দে তৃতীয় গোবিন্দ পরলোক গমন করিলে তদীয় পুত্র প্রথম অমোঘবৰ্ষ সিংহাসন প্রাপ্ত হন (২ )। সুতরাং তৃতীয় গোবিন্দকে আমরা ৭৯৪ খৃষ্টাব্দ হইতে ৮১৪ খৃষ্টাব্দ পর্য্যন্ত জীবিত দেখিতে পাইতেছি। সুতরাং তৃতীয় গোবিদের সমসাময়িক ধৰ্ম্মপাল ৮১৪ খৃষ্টাব্দের পূৰ্ব্বেই ইন্দ্রায়ুধকে পরাজিত করিয়া চক্রায়ুধকে কানাকুঞ্জের রাজশ্ৰী প্রদান করিয়াছিলেন, এবং স্বয়ং গুর্জর প্রতীহার বংশীয় দ্বিতীয় নাগভট কর্তৃক পরাজিত হইয়া রাষ্ট্রকুটপতি তৃতীয় গোবিন্দের নিকট আনুগত্য স্বীকার করিয়াছিলেন। রাধনপুরে আবিষ্কৃত তৃতীয় গোবিন্দের তামশাসনে উক্ত হইয়াছে যে, ৭৩০ শকাব্দের (৮০৮ খৃষ্টাব্দের ) শ্রাবণ মাসের অমাবস্তার পূর্বে তৃতীয় (»). Epigraphia lndica vol III. Page 54 & 161. vol VII. Appendix. page 12. (২) সিরুর ও নীলগুণ্ড স্থান দ্বয়ে আবিষ্কৃত দুইখানি শিলালিপি হইতে জানা গিয়াছে যে ৭৮৮ শকাব্দে বা ৮৬৬ খৃষ্টাব্দে প্রথম অমোঘ বর্ষের ৫২ রাজ্যাঙ্ক গণিত হইত, হতরাং ৭১৪ খৃষ্টাদ তৃতীয় গোবিলের পুত্র প্রথম অমোঘ বর্ষের রাজ্যের প্রথম বৎসর। ডাঃ কিলহৰ্ণ শকাব্দের অতীত বর্ষ ও প্রচলিত বর্ষ গণনা করিয়া সিদ্ধাস্ত করিয়াছেন যে ৮১৭ খৃষ্টাব্দের পর প্রথম অমোঘ বর্ষের রাজত্বের প্রথম বৎসর পতিত হইতে পারে না ; কিন্তু ৮১ বা ৮১৬ খৃষ্টাব্দে পতিত হইবার পক্ষে কোনও বাধা থাকে না । Epigraphia Indica vol VI. Page ro4-5 Epigraphia Indica vol IV. Page 21o. Epigraphia Indica vol VIII. Appendix. II Page 3