পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ኃፃ: ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড । রাজত্ব করিয়াছিলেন। গৌড় রাজমালা-লেখক ধৰ্ম্মপালের রাজত্বকাল ৫• বৎসর বলিয়া অনুমান করেন। খালিমপুরের তাম্রশাসন তাহার ৩২ রাজ্যাঙ্কে প্রদত্ত হইয়াছিল । সুতরাং ধৰ্ম্মপালের রাজত্ব কাল ৩৫ বৎসর অনুমান করাই সঙ্গত । ধৰ্ম্মপালের পুত্র দেবপালের মুঙ্গের শাসনে উক্ত হইয়াছে যে, ধৰ্ম্মপাল রাষ্ট্রকূট-তিলক ঐপরবলের কন্যা রপ্পা দেবীর পাণিগ্রহণ করিয়াছিলেন (১)। মধ্যভারতে পাথারি নামক স্থানে অবস্থিত একটা দেবমন্দিরের গাত্রে উৎকীর্ণ লিপি হইতে জানা যায় যে রাষ্ট্রকুট পরবলের রাজত্বকালে সম্বৎ ১১৭ বা ৮৬১ খৃষ্টাব্দে পরবলের প্রধান মন্ত্রী কর্তৃক এই মন্দির নিৰ্ম্মিত হইয়াছিল। এই শিলালিপিতে পরবলের পিতার নাম কক্করাজ এবং তাছার পিতামহের নাম জেজ্জ বলিয়া উক্ত হইয়াছে। “এপর্যন্ত এই স্তম্ভলিপিতে উক্ত পরবল ভিন্ন আর কোন রাষ্ট্রকূট বংশীয় পরবলের পরিচয় পাওয়া যায় নাই। এই নিমিত্ত, কোন কোন পণ্ডিত মনে করেন, এই স্তম্ভলিপির পরবলই ধৰ্ম্মপালের পত্নী রঞ্জাদেবীর পিতা” (২)। পরবল ৮৬১ খৃষ্টাব্দ পর্য্যস্ত জীবিত ছিলেন, সুতরাং তাহার কস্তাকে ধৰ্ম্মপালের বিবাহ করা অসম্ভব বলিয়াই আপাততঃ মনে হইতে পারে। সম্ভবতঃ এজন্তই প্রাচ্যবিস্ত মহার্ণব ঐযুক্ত নগেন্দ্রনাথ বস্থ মহাশয় লিখিয়াছেন, "অনেকের মতে ধৰ্ম্মপাল-রাজমহিষী রঞ্জাদেবী এই পরবলের কস্তা। রাষ্ট্রকুট সম্রাট ৩য় গোবিন্স অনুজ ইজরাজকে লাটের (১) "পরবলপ্ত ছহিতুঃক্ষিতিপতিন রাষ্ট্রকূট তিলক্ষন্ত । রাৰ্যো: পাণিগ্ৰহে গৃহমেৰিন তেন।" গৌড়লেৰ মালা—৩৬, ৩৭ পৃষ্ঠা । (२) cशौड़ब्राज मांना २s श्रृंटे ।