পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ ] ধৰ্ম্মপালের সময় নিরূপণ । ›ዓ¢ ৭৩৪ শকাব্দের (৮১২ খৃষ্টাব্দের ) তাম্রশাসন হইতে জানা যায়,— রাষ্ট্রকুটরাজ তৃতীয় গোবিন্দ, কঙ্ক রাজের পিতা ইন্দ্ররাজকে “লাট" মণ্ডলের শাসনকর্তা নিযুক্ত করিয়াছিলেন। সুতরাং এই নিমিত্তই হয়ত রাষ্ট্রকুট পরবলকে লাট (গুজরাত ) ত্যাগ করিয়া, পথরি প্রদেশে সরিয়া আসিতে হইয়াছিল। গুর্জরের উচ্চাভিলাষী প্রতীহার রাজগণ এখানে হয়ত পরবলকে উৎপাত করিতে আরম্ভ করিয়াছিলেন। সুতরাং প্রতীহার রাজের প্রবল প্রতিদ্বন্দ্বী ধৰ্ম্মপালের আশ্রয় গ্ৰহণ ভিন্ন, পরবলের আত্মরক্ষার উপায়ান্তর ছিলনা। সম্ভবতঃ এই সূত্রেই পরবল রগ্রাদেবীকে ধৰ্ম্মপালের হস্তে সম্প্রদান করিয়াছিলেন” ( ১ )। তারানাথ লিখিয়াছেন, “ধৰ্ম্মপাল কামরূপ, তিরস্থতি, গৌড় প্রভৃতি অধিকার করিয়াছিলেন, অতএব তাঙ্গর রাজ্য পূৰ্ব্বদিকে সমুদ্র হইতে পশ্চিমে তিলি (দীন্নি ? ) পৰ্য্যন্ত বিস্তৃত ছিল।” ধৰ্ম্মপালের খালিমপুরে প্রাপ্ত তাম্রশাসনে উক্ত হইয়াছে, “অগ্রগামী ( নালীর নামক ) সেন সমূহের ( চরণাঘাতোখিত ) ধুলি পটলে দশদিক্‌ আচ্ছন্নকারী সেনাদলকে অগ্রসর হইতে দেখিয়া, তাহার ইয়ত্ত করিতে ন পারিয়া, তাহাকে ( পুরাণ প্রসিদ্ধ অসংখ্য ) ধৰ্ম্মপালের রাজ্য মান্ধাতৃ সৈন্তের সংমিশ্রণ (ব্যতিকর ) মনে করিয়া, বিস্ত তি। মহেশ্র (ভয়ে ) চক্ষু নিমীলিত করিয়াছিলেন ; < ( কিন্তু ) সেই সেনাদল যুদ্ধ বাসনায় পুলকিত গাত্র হইলেও, তাহদের পক্ষে (ধৰ্ম্মপাল) রাজার শক্ৰ কুলক্ষয়কারী বাহুযুগলের সাহায্য করিবার অবকাশ উপস্থিত হয় নাই। তিনি মনোহর ক্রভঙ্গি বিকাশে (ইঙ্গিত মাত্রে ) ভোজ, মৎস্ত, মদ্র, কুরু, যদু, যবন, (১; গোঁড়রাজ মালা ২৪, ২৪ পৃষ্ঠা।