পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᏄbr ঢাকার ইতিহাস । { ২য় খণ্ড । পাল নরপতিগণের তাম্রশাসনাদিতে গুর্জর-প্রতীহার-বংশীয় দ্বিতীয় সাগভটের সহিত ধৰ্ম্মপালের বিরোধ বা পরাজয়ের বিবরণ উল্লিখিত না হইলেও নাগভটের পৌত্র মিহির ভোজের সাগর তাল লিপিতে ইহার স্পষ্টতঃ উল্লেখ রহিয়াছে (১)। "নাগভট পিতৃরাজ্যের ন্তায় উত্তরাধিকারি স্বত্রে পিতার উচ্চাভিলাষ ও লাভ করিয়ানাগভট ও ছিলেন। সুতরাং ধৰ্ম্মপাল ও নাগভট্টের মধ্যে ধৰ্ম্মপাল। সংঘর্ষ উপস্থিত হইতে বিলম্ব হইলন” (২) । সাগরতাল লিপিতে দ্বিতীয় নাগভট কর্তৃক আনৰ্ব, মালব, কিরাত, তুরুষ্ক, বংসও মৎস্তাদি রাজগণের গিরি দুর্গ অধিকারের বিষয় উল্লিখিত হইয়াছে। ধৰ্ম্মপালের খালিমপুর লিপি হইতে জানা গিয়াছে যে, মালব, তুরুষ্ক, মৎস্ত প্রভৃতি দেশ ধৰ্ম্মপাল এবং তদীয় সামন্ত কান্তকুম্ভাধিপতি চক্রায়ুধের শাসনাধীন ছিল। গুর্জরপতি এই সমুদয় প্রদেশ আক্রমণ করিলে চক্রায়ুধ এবং ধৰ্ম্মপাল সম্ভবতঃ একযোগে নাগভটের সম্মুখীন হইয় তাহার অপ্রতিহত গতি রোধ করিবার চেষ্টা কবিয়াছিলেন ; ফলে ইহারা উভয়েই পুনঃ পুনঃ পরাজিত হইয়াছিলেন। নাগভটের পিতা বৎসরাজও অত্যন্ত পরাক্রমশালী নৃপতিছিলেন ; তিনি প্রায় সমুদয় আৰ্য্যাবর্তে স্বীয় প্রভূত্ব বিস্তার করিতে সমর্থ হইয়াছিলেন। কিন্তু রাষ্ট্রকুট রাজ তৃতীয় গোবিন্দের পিতা ধ্রুব ধারা (5). Annual Report, Archaeological Survey of India. 1903-04. Page 281. (२) cशोक्लबांज यांन, २० श्रृं*ां ।