পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ ] ধৰ্ম্মপাল ও তৃতীয় গোবিন্দ। ծԳծ বর্ষের হস্তে বৎসরাজকে লাঞ্ছিত হইতে হইয়াছিল। তৃতীয় গোবিন্দ দ্বিতীয় নাগভটের প্রবল এবং প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। সুতরাং ধৰ্ম্মপাল ও চক্রায়ুধ নাগভট কর্তৃক পরাজিত হইয়া ধৰ্ম্মপাল ও গুর্জর রাজের বিরুদ্ধে তৃতীয় গোবিনের নিকট ভুজয় গোবিদ। প্রতীকার প্রার্থ হইয়াছিলেন। অধ্যাপক ঐক্ত শ্ৰীধর রামকৃষ্ণ ভাণ্ডারকরের নিকট রক্ষিত প্রথম অমোঘ বর্ষের তাম্রশাসন হইতে জানা গিয়াছে যে, তৃতীয় গোবিন্দ দিগ্বিজয় উপলক্ষে হিমালয় গমন করিলে ধৰ্ম্মও চক্রায়ুধ স্বেচ্ছায় তাহার নিকট আসিয়া নতশীর্ষ হইয়াছিলেন। ধৰ্ম্মপাল ও চক্রাযুদ্ধ স্বেচ্ছায় তৃতীয় গোবিন্দের নিকট নতশীর্ষ হন নাই ; গত্যন্তর ছিলনা বলিয়াই ধৰ্ম্মপাল ও চক্রায়ুধ রাষ্ট্রকূট-পতিকে গুর্জরপতির বিরুদ্ধে অভিযান প্রেরণ করিতে প্রবৃত্ত করিয়াছিলেন। এই অভিযানের ফলে নাগভট গোবিন্দ কর্তৃক পরাজিত হইয়া পিতার স্তায় মরু প্রদেশে আশ্রয়লাভ করিতে বাধ্য হন। গুর্জর গণের পুনঃ পুনঃ উত্তরাপথ আক্রমণের পথ রুদ্ধ করিবার জন্তই গোবিন্দ তদীয় ভ্রাতুপুত্ৰ কঙ্ককে গুর্জর রাজ্যের রুদ্ধ দ্বারের অর্গলস্বরূপ গুর্জর রাজ্যে প্রতিষ্ঠিত করিয়াছিলেন (১)। সুতরাং গোবিন্দ সমুদয় উত্তরাপথ জয় করিয়া হিমালয় পৰ্ব্বতে উপনীত হইলে কৃতজ্ঞতাবনত ধৰ্ম্মপাল ও চন্দ্রায়ুদ্ধ র্তাহার সম্বৰ্দ্ধনা করিয়াছিলেন (২ )। প্রথম অমোঘ বর্ষের সিরুর ও নীলগুণ্ডের শিলালিপি হইতে জানা যায় যে, প্রথম অমোঘ বর্ষের পিতা (>). Indian Antiquary, vol XII. Page 160. (*). Pal Kings of Bengal (manuscript) by Babu R. D. Bannerjee M. A.