পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড ।ילג তৃতীয় গোবিন্দ গৌড়ীয়গণকে পরাজিত করিয়াছিলেন ( ১ )। রাষ্ট্রকূট পতির সহিত ধৰ্ম্মপালের বিরোধের অপর কোনও প্রমাণ প্রাপ্ত হওয়া যায় নাই। গুর্জরপতি ২য় নাগভটকে দমন করিবার জন্ত যে ধৰ্ম্মপালকে গোবিন্দের নিকট নতশির হইতে হইয়াছিল তদ্বিষয়ে কোনও সন্দেহ নাই। অমোঘ বর্ষের শিলালিপিতে তাহারই ইঙ্গিত করা হইয়াছে কিন, বুঝা যায় না । বোম্বাই প্রদেশস্থিত উনানগরে আবিষ্কৃত বাহুক ধবলের প্রপৌত্র ২য় অবনীবৰ্ম্মার একখানি তাম্রশাসনে বাছকধবল সম্বন্ধে লিখিত হইয়াছে, “তদনন্তর মহামুভাব ক্রমান বাহুক বাহুকধবল ও ধবল জন্মগ্রহণ করেন, তিনি নিত্য ধৰ্ম্মপালন ধৰ্ম্মপাল । করিলেও, রণোদ্যত হইয়া, ধৰ্ম্মকে ধ্বংস করিয়াছিলেন” ( ২ )। বাহুকধবল গুর্জর প্রতীহার বংশীয় ২য় নাগভটের অধীন সৌরাষ্ট্রের মহা সামন্ত ছিলেন (৩)। ২য় নাগভটের সহিত ধৰ্ম্মপালের সংঘর্ষ উপস্থিত হইলে বাছকধবল হয়ত স্বীয় প্রভূর সাহায্যার্থে ধৰ্ম্মপালের সহিত যুদ্ধ করিয়াছিলেন, এবং তাহাকে পরাজিত করিতে সমর্থ হইয়াছিলেন। সাগরতাললিপিতে এবং উন! তাম্রশাসনে উল্লিখিত ধৰ্ম্মপালের পরাজয় অভিন্ন বলিয়াই বোধ হয়। (১) "কেরল-মালব-গোঁড়ান্‌সগুর্জয়াংশ্চিত্রকূটগিরিদুর্গস্থান। বজ্ঞা কাঞ্চাশানখ স্ব কীৰ্ত্তি নারায়ণো জাত:" ॥ Epigraphia Indica, volVI Pages ro2-o3. (२) “जबनि उण्डांशन वैश्वान यांश्क दबाण मशत्रू उॉरषां वः। ধৰ্ম্ম ভবয়পি নিত্যং রণোস্ততো নিনশা ধৰ্ম্মং”। Epigraphia Indica vol IX Page 5. (•) Epigraphia Indica vol IX Page 7.