পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ ] উত্তরাপথে ধৰ্ম্মপালের সার্বভৌমত্ব । >b"> গুর্জরপতি ২য় নাগভটকে মরুপ্রদেশে বিতারিত এবং উত্তরাপথের নরপতিগণকে পরাজিত করিয়া রাষ্ট্রকুটরাজ তৃতীয় গোবিন্দ দক্ষিণাপথে প্রত্যাবর্তন করিলে, ধৰ্ম্মপাল উত্তরাপথের সাৰ্ব্বভৌমত্ব লাভ করিবার অবসর প্রাপ্ত হইয়াছিলেন। নারায়ণ পালের ভাগলপুর তাম্রশাসনে উক্ত হইয়াছে, “সত্যব্রত-পালন-পরায়ণ শ্রীরাম উত্তরাপথে চন্ত্রের অম্বুজ সৌমিত্রীর তুল্য মহিম সমন্বিত ধৰ্ম্মপালের বাকৃপাল নামে এই রাজার এক (অমুজ ) ভ্ৰাত৷ সাৰ্ব্বভৌমত্ব । জন্মগ্রহণ করিয়াছিলেন। তিনি নীতি এবং বিক্রমের নিবাসস্থল ছিলেন, এবং জ্যেষ্ঠ ভ্রাতার শাসনে অবস্থিত থাকিয়, একচ্ছত্র-শাসন-সংস্থিত দশদিক্‌ শক্র পতাকিনী শূন্ত করিয়াছিলেন” (১ )। দেবপালের মুঙ্গেরে প্রাপ্ত তাম্রশাসনে লিখিত হইয়াছে, “দিগ্বিজয়-প্রবৃত্ত সেই নরপতির ভৃত্যবর্গ কেদার তীর্থে যথাবিধি জলক্রিয়া (স্নান-তৰ্পনাদি ) সম্পন্ন করিয়াছিলেন, এবং গঙ্গাসাগর সঙ্গমে তথা গোকৰ্ণ প্রভৃতি তীর্থেও ধৰ্ম্ম কৰ্ম্মের অনুষ্ঠান করিয়াছিলেন, এইরূপে এই রাজার দুষ্টদলন-শিষ্টপালন-বিষয়ক আমুসঙ্গিক সিদ্ধিও ভৃত্যবর্গের পারলৌকিক সিদ্ধিলাভের হেতুভূত হইয়াছিল। সেই নরপতি, দ্বিগ্বিজয় ব্যাপারের অবসানে, (তৎকাল প্রসিদ্ধ ) উৎকৃষ্ট পুরষ্কার বিতরণের দ্বারা পরাজিত ভূপালবৃন্দের পরাজয় জনিত চিত্তক্ষোভ বিদূরিত করিয়া, তাহাদিগকে স্বস্ব ভবনে গমন করিবার জন্ত অনুজ্ঞা প্রচার করিলে, ( 1 ) “রামস্যেৰ গৃহীত-সত্য তপস স্তস্তামুরূপে গুণৈঃ সৌমিত্রেরুপদি তুল্য মহিমা বাক্ পালমামানুজঃ। যঃ ক্ৰমান্নয়বিক্রমৈক বসতি ভ্রাতুঃস্থিতঃ শাসনে পৃষ্ঠা: শক্ৰ-পতাকিনীতিরক রোদেকাত পত্র দিপ: " ॥ গৌড় লেখমাল, ৪৭, ৬৪ পৃষ্ঠা।