পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ ] দেবপাল । نیمبالا« ’ড়রঞ্জমাল:-প্র:ণ ও বলেন, “এই শ্লোকটি স্তাবকোক্তি বলিয়া উপেক্ষিত হইতে পারে না। কারণ, আর কোনও প্রশস্তিতে রাজার সম্বন্ধে বিভিন্ন শ্রেণীর প্রজার অভিমত এরূপ ভাবে উল্লিখিত হইতে দেখাযায় না ; এবং বিশেষ কারণ ব্যতীত, এরূপ বিশেষোক্তি ধৰ্ম্মপালের প্রশস্তিতে স্থান পাইয়াছে বলিয়া মনে হয় না। প্রজাপুঞ্জ যাহার পিতাকে রাজলক্ষ্মীর পাণিগ্রহণ করাইয়াছিলেন, সেই ধৰ্ম্মপাল যে প্রজারঞ্জনে যত্নবান হইবেন, এবং তাহার যে প্রতিভা এক সময় তাহাকে উত্তরাপথের সাৰ্ব্বভৌম পদলাভে সমর্থ করিয়াছিল, সেই প্রতিভাবলে তিনি যে প্রজ! রঞ্জনে সফল মনোরথ হইবেন, ইহাতে আর আশ্চর্য্যের বিষয় কি ?” ধৰ্ম্মপাল দেবের খালিমপুর তাম্রশাসনে “যুবরাজ ত্ৰিভূবন পালের” নাম উল্লিখিত হইয়াছে (১) ; “ইহা দেবপাল দেবের নামান্তর কিনা, জানা যায় নাই। তজ্জন্ত অনেকে অনুমান করিয়াছেন,—ধৰ্ম্মপাল দেব বর্তমান থাকিতেই, ত্ৰিভূবনপাল পরলোক গমন করায়, দেবপাল দেব পিতৃ-সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। দেবপাল ইহার কোনরূপ প্রমাণ এখনও আবিষ্কৃত হয় - ( ઝ૭૦-૪-૭( ) নাই (২) । প্রাচ্যবিদ্যামহার্ণব ঐযুক্ত নগেন্দ্রনাথ বসু সিদ্ধাস্তুবারিধি মহাশয় লিখিয়াছেন, “ধৰ্ম্মপাল প্রৌঢ়কালে রাষ্ট্রকূট রাজকন্ত রঞ্জাদেবীকে বিবাহ করেন, তাহারষ্ট গর্ভে দেবপালের জন্ম। কিন্তু ত্ৰিভূবনপাল ধৰ্ম্মপালের পূর্ব মহিষীর গর্ভজাত । সম্ভবতঃ ধৰ্ম্মপালের শেষাবস্থায় গৌড় রাজধানীতে র্তাহার ( ) “মত মস্তু তবতাং মহাসামস্থাধিপতি শ্ৰীনারায়ণ বৰ্গুণ দূতক যুবরাজ শ্ৰীত্ৰিভূবন পাল মুখেন বয়মেৰং বিজ্ঞাপিতঃ”। গৌড় লেখমালা, ১৬ পৃষ্ঠা। (২) গৌড়লেখমালা, ২৬ পৃষ্ঠা পাদ টকা ।