পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ ] দেবপাল । 'טצ"* r। দেব | | “r ཤན་ཀs | | জয়পাল ত্রিভুবনপাল দেবপাল | বিগ্রহপাল (১ম ) কিন্তু এই শেষোক্ত সিদ্ধান্ত গ্রহণ করিলে দেবপালকে জয়পালের "পূৰ্ব্বজ” বলিয়া পরিচিত করিবার কারণ কি তাহা প্রতিভাত হয় না । দেবপাল, জয়পালের ‘পূৰ্ব্বজ” বলিয়া উল্লিখিত থাকায় জয়পালকে ধৰ্ম্মপালের পুত্র এবং দেবপালের কনিষ্ঠ সহোদর বলিয়া গ্রহণ করিতে হয়, সন্দেহ নাই। নারায়ণ পালের তাম্রশাসনের চতুর্থ শ্লোকে “বাকৃপালের গুণ-কৰ্ম্মাদির উল্লেখ থাকিলেও, ইহা মুখ্যতঃ (তদীয় জ্যেষ্ঠভ্রাতা ) ধৰ্ম্মপালেরই প্রশংসা বিজ্ঞাপক” (১)। সুতরাং ৫ম শ্লোকের “তস্মাৎ” শব্দটকে ধৰ্ম্মপালের দ্যোতকরূপেও গ্রহণ করা যাইতে পারে। নারায়ণ পাল ও তদ্বংশীয় পাল নরপতিগণের মশাসনে: বংশ-বিজ্ঞাপক শ্লোকগুলির মধ্যে কোনই পার্থক্য নাই। সুতরাং ইহাতে স্পষ্টই প্রতীয়মান হয় যে, প্রথম তাম্রশাসনের শ্লোকগুলিই অপরাপর তাম্রশাসনে যথাযথ রূপে ব্যবহৃত হইয়াছে। কিন্তু “ছান্দোগ পরিশিষ্ট প্রকাশে” নারায়ণ লিখিয়াছেন যে, তাহার পূর্বপুরুষ পরিতোষের বংশধর পণ্ডিতাগ্রণী ও বহুশিষ্যের অধ্যাপক উমাপতিকে ক্ষ্মাপাল জয়পাল তাহার পিতার শ্রদ্ধকালে শ্রাদ্ধের মহা দান (১) গৌড় লেখ মালা-৬৪ পৃষ্ঠা—পাদ টকা।