পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম অঃ ] উপক্রমণিকা । & গণের লিখিত পুস্তকাদিতে বঙ্গের উল্লেখ না থাকিলেও “কিরাদিয়া” ও ‘গঙ্গারিডম” রাজ্যদ্বয়ের বিষয় উল্লিখিত হইয়াছে । কিরাদিয়া পেরিপ্লস গ্রন্থে “কিরাদির” প্রদেশের পুৰ্ব্ব-সীমা wo গঙ্গানদীর মোহনা বলিয়া লিখিত আছে ( ১ ) । গঙ্গারিডয় কিন্তু প্রাচীন রাজমালার গ্রন্থকারদ্বয় কিরাত রাজ্যের সীমা পশ্চিমে বঙ্গের সহিত সংলগ্ন বলিয়া নির্দেশ করিয়াছেন। আমাদের মনে হয়, পেরিপ্লস গ্রন্থের লিখিত সীমা নিভুল নহে। টলেমীর কিয়ারি, ত্রিপুর-শ্নল বলিয়াই অনুমিত হয়। খৃষ্ট । চতুর্থ শতাব্দীতে উৎকীর্ণ মহারাজ সমুদ্রগুপ্তের এলাহাবাদ-লিপিতে ডবাক এবং সমতট প্রদেশের নাম উল্লিখিত হইলেও ‘গঙ্গারিডয়” রাজ্যের নাম পরিলক্ষিত হয় না। সম্ভবতঃ ইহার পূৰ্ব্বেই “গঙ্গারিড" নাম বিলুপ্ত श्छ्रांहिल । ডিওডোরাস লিখিয়াছেন, "গঙ্গানদী গঙ্গারিডর রাজ্যের পুৰ্ব্বসীম। গাঙ্গেয়গণের বহুসংখ্যক মহাকায় হস্তী আছে । এজন্ত এইদেশ কখনও কোনও বৈদেশিক ভূপতি কর্তৃক বিজিত হয় নাই। গঙ্গারিডয় কারণ, অপরাপর সমুত্র জাতিই গাঙ্গেয়গণের বিপুল বলশালী অগণ্য রণকুঞ্জরবৃন্দের কথা শুনিয়া ভয় পায় (২ ) । ডিওডোরাস সম্ভবতঃ গঙ্গারিডর রাজ্যের সীমা নির্দেশ করিতে ভূল করিয়াছেন। কারণ, মৌর্য্য-সম্রাট চন্দ্রগুপ্তের সাম্রাজ্যের পূৰ্ব্বসীমায় গঙ্গারিড়র রাজ্য অবস্থিত ; সুতরাং ইহার পূর্ব সীমান্ত ( > ) Mc, Crindle's Ancient India as described by Ptolemy. Page 191 - Periplus of the Erythrean Sea. ( R ) Mc. Criudle's Ancient Iudia as described by Magas thenes and Arian.