পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ ] কাম্বোজ ও কুণগণ এবং দেবপাল। )నVరి গিয়াছে (১)। সুতরাং অনুমাম হয় দেবপালের শাসনকালে কাম্বোজগণ বিশেষ পরাক্রমশালী হইয়া উঠিলে দেবপাল সসৈন্তে হিমালয় প্রদেশে উপনীত হইয়া তাহাদিগকে পরাজিত করিয়াছিলেন । দেবপাল দেব কর্তৃক চুণ-গৰ্ব্ব খৰ্ব্বীকৃত হইয়াছিল বলিয়া গরুড়স্তম্ভলিপিতে উক্ত হইয়াছে ( ২ )। “ষষ্ঠ শতাদের প্রথমীদ্ধে যশোধৰ্ম্ম কর্তৃক পরাজিত হুণরাজ মিহিরকুলের মৃত্যুর পর, হুণরাজ্যের অস্তিত্বের কোন চিহ্ন পাওয়া যায় না ; কিন্তু উত্তরাপথের স্থানে স্থানে, বিশেষত মধ্যভারতে, দীর্ঘকাল পর্য্যন্ত হুণ প্রভাব অক্ষুণ্ণ ছিল, এরূপ প্রমাণ পাওয়া যায়। হর্ষচরিতে থানেশ্বরের অধিপতি প্রভাকর বদ্ধন “হ্ণ হরিণের সিংহ” বলিয়া বর্ণিত হইয়াছেন ; এবং ৬০৫ (খৃষ্টাব্দে ) তাহার মৃত্যুর পূৰ্ব্বে, তিনি জ্যেষ্ঠপুত্র রাজ্যবৰ্দ্ধনকে “হণ-হত্যার জন্ত উত্তরাপথে প্রেরণ করিয়াছিলেন”, এরূপ উল্লেখ আছে (৩)। মিহির ভোজের পুত্র কান্তকুজরাজ মহেন্দ্রপলের সৌরাষ্ট্রের মহাসামন্ত দ্বিতীয় অবনি বৰ্ম্মী ( ১ ) “ দুৰ্ব্বারারি বন্ধখিনী প্রমথনে দীনে চ বিদ্যাধরৈঃ সানন্দং দিবি যস্ত মাগগণ গুণ গ্রামগ্ৰহো গীয়তে । কাম্বোজাস্বয়জেন গৌতু পতিনা তেনেন্দু মেলে রয়ং গ্রাসাদে নিরমায়ি কুঞ্জর ঘট বর্ষেণ ভূ ভূষণ”। Journal & Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol VII Page 619. (২) গরুড়স্তম্ভলিপি ১৬শ শ্লোক, গৌড়রাজমালা ৭৪ পৃষ্ঠ । (৩) অখ কদাচিৎ রাজা রাজ্যবৰ্দ্ধনং কবচহরম আহয় তুর্ণান হস্তুং হরিণা ইব হরির্বরিণেশ কিশোরম্ অপরিমিত বলানুযাতং চিরন্তনৈঃ অমাত্যৈঃ অসুরক্তৈশ্চ মহাসামস্তৈ: কৃৰ সাঁড়িসার উত্তরাপথং প্রাহিণোৎ"। জীৰানন্দ বিদ্যাসাগরের সংস্করণ হর্ষচরিত ৫ম উচ্ছাস ৩১• পৃষ্ঠা । లి