পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ ] দ্রবিড়েশ্বর গুর্জরপতি ও দেবপাল । ఏe তাম্রশাসনেও লিখিত আছে, “অপর নৃপতিবৃন্দের গৰ্ব্ব খৰ্ব্বকারক সেই রাজার দিগ্বিজয় প্রসঙ্গে রণকুঞ্জরগণ ভ্ৰমণ করিতে করিতে বিষ্কাগিরিতে উপনীত হইয়া আনন্দাশ্র প্রবাহ প্লাবিত বন্ধুগণকে পুনরায় দর্শন করি। ছিল (১)। বিন্ধ পৰ্ব্বত, গুর্জর ও দ্রবিড় বা রাষ্ট্রকুট রাজ্যের সীমান্ত স্থানে অবস্থিত। সুতরাং দেবপালদেবের বিন্ধ্যপৰ্ব্বতে গমন এবং দ্রবিড় ও গুর্জরনাথের দর্প চুর্ণীকৃত করিবার কথা হইতে স্পষ্টই প্রতীয়মান হয় যে, বিন্ধ পৰ্ব্বতের কোনও স্থানেই এই উভয় নৃপতির সহিত র্তাহার সংঘর্ষ উপস্থিত হইয়াছিল এবং তাহার ফলে ইহারা উভয়েই দেবপালের হতে পরাজিত হইয়া তাহাকে করপ্রদান করিতে স্বীকৃত হইয়াছিলেন। এক্ষণে কথা হইতেছে যে এই দ্রবিড়পতি ও গুর্জরনাথের নাম কি ? যে দ্রবিড়পতি ও গুর্জরনাথ দেবপালের হস্তে পরাজিত হইয়াছিলেন, র্তাহাদিগের নাম প্রশস্তিতে উল্লিখিত হয় নাই। গৌড় রাজমালা লেখকের মতে “এই দ্রবিড়রাজ অব মান্যথেটের রাষ্ট্রকূটরাজ দ্বিতীয় কৃষ্ণ [ জজমানিক ৮৭৭-৯১৩ ] এবং গুর্জরনাথ গুর্জরের প্রতিস্থার বংশীয় মিহিরভোজ, যিনি তৎকালে কান্যকুজের সিংহাসনে অধিরূঢ় ছিলেন” (২ )। দেবপাল কান্যকুঞ্জ-বিজয়ী গুর্জর-প্রতীহারবংশীয় রামভদ্র ও মিহিরভোজের ( দ্বিতীয় নাগভটের পৌত্র প্রথম ভোজের ) সমসাময়িক ছিলেন সন্দেহ নাই (৩), কিন্তু তিনি তৃতীয় গোবিনের পৌত্র দ্বিতীয় কৃষ্ণের সিংহাসন প্রাপ্তি পর্য্যস্ত জীবিত ছিলেন কি না তাহ নিঃসন্দেহে বলা যায় না। (১) “গ্রামান্তির্বিজয় ক্রমেণ করিভি ( স্ব ) মেৰ বিন্ধ্যাটৰী মুদামপ্লবমান বাষ্প পরসে দৃষ্টা: পুনৰন্ধিৰা:”৷ গোঁড় লেখমালা, ৩৭ পৃষ্ঠা। (২) গৌড় রাজমাল৷ ৩• পৃষ্ঠা। (७) विठौद्र नाशखरफ़ेब्र शूब ब्रोत्रञ्जरे नखक्छ: gावगान कईरू गब्रांजिङ श्रेझहिणना