পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> Skr ঢাকার ইতিহাস । [ २ग्न थ९ নাগভটের পৌত্র, রামভদ্রের পুত্র, প্রথম ভোজদেবের (মিহির ভোজের ) একখানি তাম্রশাসন মহোদয় বা কান্তকুজ হইতে প্রদত্ত হইয়াছে (১)। মৃতরাং ৮৪৩ খৃষ্টাব্দের পূৰ্ব্বেই যে মহোদয় বা কান্তকুজ প্রথম ভোজপ্লেবের হস্তগত হইয়াছিল তবিয়ে কোনও সন্দেহ নাই। স্বীয় অধিকার অক্ষুণ্ণ রাখিবার জন্ত দেবপালকে সম্ভবতঃ প্রথম ভোজদেবের সহিত সৰ্ব্বদ কলহে ব্যাপৃত থাকিতে হইয়াছিল । গোয়ালিয়রে প্রাপ্ত প্রথম তোজজেবের শিলালিপিতে ভোজদেব সম্বন্ধে লিখিত হইয়াছে ( ২ ) — “যস্তবৈরি বৃহদ্বঙ্গান্দহতঃ কোপ-বহ্নিনা । প্রতাপাদর্ণ সাংরাশীন পাতুৰ্ব্বৈতৃষ্ণমাবভৌ”। অর্থাৎ কোপাগ্নির দ্বারা পরাক্রান্ত শক্র বঙ্গগণকে দহনকারী এবং প্রভাপের দ্বারা সাগরের জলরাশি পানকারী তাহার তৃষ্ণীভাব শোভা পাইয়াছিল” (৩)। কিন্তু গোয়ালিয়র প্রশস্তিতে প্রথম ভোজদেব কর্তৃক কান্তকুঞ্জ অধিকারের বিবরণ উল্লিখিত হয় নাই। সুতরাং ইহা হৰতে মনে হয়, গোয়ালিয়র প্রশস্তি রচনা করিবার সময়ে মিহির ভোজের সহিত দেবপালের সংঘর্ষ উপস্থিত হইয়াছিল সন্দেহ নাই, কিন্তু তাহার Malava, and Vengis. As regards Anga, Vanga, and Magadha —places which lay very far to the East, in the directions of Bengal,—the assertion is doubtless hyperbolical.” Bombay Gazetteer Vol I Part ii Page 402. (*) Epigraphia Indica, Vol V. P. 211. (*) Epigraphia Indica Vol IX. P, 5. (৩) গৌড় রাজমালা, ২৭ পৃষ্ঠা । ब्रांभङcशब्र श्रृंब्रांजtद्रग्न अंडिप्लांष शश्वांद्र अञ्चई मखवठ: cछांछटप्रद कांछकूख बषिकांद्र कहिञ्चाहिएजन ।