পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१म अ: ] বিগ্রহ পাল ১ম । ఇeరి বীহেকরাতমিশ্রকে শ্ৰীনগর ভুক্তির ক্রিমিরক বিষয়ান্তর্গত মেষিক গ্রাম নিজ পিতামাতার পুণ্য ও যশোবৃদ্ধির জন্ত প্রদান করিয়াছিলেন (১)। দেবপাল অত্যন্ত দাতা ছিলেন। মুঙ্গের লিপিতে উক্ত হইয়াছে, “সত্যযুগে যে দানপথ বলিরাজা কর্তৃক আবিষ্কৃত হইয়াছিল, ত্রেতাযুগে যে দানপথে ভার্গব অগ্রসর হইয়াছিলেন, দ্বাপরে কর্ণ যাহার অনুসরণ করিতেন, কালক্রমে বিক্রমাদিত্যের তিরোভাবে যে দানপথ কলিতাড়নে বিচ্ছিন্ন হইয়া পড়িয়াছিল, এই রাজা কর্তৃক সেই পুরাতন দানপথ পুনরায় প্রকাশিত হইয়াছে ( ২ )। দেব পালের মৃত্যুর পরে প্রথম বিগ্রহপাল গৌড়-বঙ্গের সিংহাসন প্রাপ্ত হইয়াছিলেন। ইতিহাসে ইনি প্রথম পূরপাল বলিয়াও পরিচিত। ডাঃ কিলহর্ণের মতে প্রথম বিগ্রহপাল বা প্রথম পূরপাল প্রথম গোপাল দেবের দ্বিতীয় পুত্র ও ধৰ্ম্মপালের কনিষ্ঠ ভ্রাত বিগ্ৰহ পলি ১ম বাক পালের পৌত্র এবং জয়পালের পুত্র (৩) । (৮৬৫-৮৭০ ) কিন্তু এই মত এখনও সৰ্ব্বত্র গৃহীত হয় নাই। এখনও দেবপালের সহিত বিগ্রহ পালের সম্বন্ধ লইয়া নানা তর্ক বিতর্ক চলিতেছে। এসিয়াটিক সোসাইটির সেটিলারী রিভিউ পুস্তকের ইতিহাসাংশের পরিশিষ্টে আমগাছি লিপির আলোচনা (2) দেবপাল দেবের মুঙ্গের তাম্রশাসন। (R) “ব:পুৰ্ব্বং বলিনাকৃত: কৃতযুগে যেনগমস্কার্গব ন্ত্রেতায়াং প্ৰহতঃ প্রিয় প্রণয়িনা কর্ণেন যে দ্বীপরে। বিচ্ছিন্নঃ কলিন শক-ৰিষি গতে কালেন লোকাভরং যেন ত্যাগপথ: স এক হি পুন স্পিষ্ট মুীলিতঃ ॥ গৌড় লেখমালা ৩৭, ৪৪ পৃষ্ঠা। (•) Epigraphia Indica, Vol VIII. Appendix I. P. 1