পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

、> e ঢাকার ইতিহাস । { ২য় খণ্ড । নারায়ণ পাল । (৮৭০-৯২৫ ) । প্রথম বিগ্রহপাল বানপ্রস্থ অবলম্বন করিলে পর মহারাণ কাজল দেবীর গর্ভজাত নারায়ণ পাল গৌড়-বঙ্গের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। নারায়ণ পাল সুদীর্ঘকাল রাজত্ব করিয়াছিলেন। সংসমতটজন্ম শুভদাস-তনয় ক্রমান মংখদাস নামক শিল্লি কর্তৃক উৎকীর্ণ মহারাজ নারায়ণ পাল দেবের ভাগলপুর তাম্রশাসন তদার বিজয় রাজ্যের সপ্তদশ বর্ষে প্রদত্ত হইয় ছিল (১ ) { রাজ্যকাল । নারায়ণ পালের ৫৪ রাজ্যাঙ্কে উদন্তপুর নামক স্থানে জনৈক বণিক কর্তৃক একটি পিত্তলময়ী পাৰ্ব্বতী মূৰ্ত্তি প্রতিষ্ঠিত হইয়াছিল বলিয়া জানা গিয়াছে। সুতরাং নারায়ণ পাল যে ৫৫ বৎসর কাল গৌড় বঙ্গের সিংহাসনে সমাদীন ছিলেন, তাহ নিঃসন্দেহে অনুমান করা যাইতে পারে। নারায়ণ পাল এবং তদীয় পিতা বিগ্রহ পালের সময় হইতেই পালরাজগণের প্রভাব ক্ষুঃ হইয়া পড়িতেছিল। দেব পালের সময়েই গুর্জর প্রতাহার গণের বিজয়-বৈজয়ন্তী মহোদয় বা কান্তকুক্তে উড়ীন হইয়াছিল সন্দেহ নাই, কিন্তু তৎ প:হু সম:জ্যেৎ কোনও অংশই পরহস্তগত হয় নাই। এই সময়ে গুর্জর প্রতীহার গুর্জরপতি রাজগণের দোর্থও প্রতাপ ছিল । “তজাত শত্র" ভোজদেব ও বিগ্রহ পাল বা তদীয় পুত্র “বিজিগীষু” নারায়ণ নারায়ণ পাল " এই গুর্জরগণের অপ্রতিহত আক্রমণ ব্যর্থ করিতে সমর্থ হন নাই। সামন্ত-চক্রের মিলিত শক্তিয় সাহায্যে গুর্জর-পতি প্রথম ভোজ দেব বারাণসী হস্তগত করিতে (১) গৌড় লেখমালা, ৫৬ পৃষ্ঠা। ! छत्रछ...