পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ>く ঢাকার ইতিহাস । { ২য় খণ্ড । তদীয় সামন্তগণ কর্তৃক মুদ্রগগিরি বিজিত হইয়াছিল। নারায়ণ পালের সপ্তদশ রাজ্যাঙ্কে উৎকীর্ণ ভাগলপুরের তাম্রশাসন মুদ্রগগিরি সমাবাসিত জয়স্কন্ধাবার হইতে প্রদত্ত হইয়াছে। এই তাম্রশাসন দ্বারা তিনি তীরভুক্তির অন্তর্গত কক্ষ-বিষয়স্থিত মকুতিক গ্রাম “কলসপোত” নামক স্থানে প্রতিষ্ঠিত শিবমন্দিরের এবং পাশুপতাচাৰ্য্য পরিষদের ব্যবহারার্থ প্রদান করিয়াছিলেন (১)। সুতরাং নারায়ণ পালের সপ্তদশ রাজ্যাঙ্ক পৰ্য্যন্ত যে তীরভূক্তি এবং মুদ্রগগিরি তাহার শাসনাধীনে ছিল তাহার প্রমাণ প্রাপ্ত হওয়া যাইতেছে। দেউলীতে প্রাপ্ত রাষ্ট্রকূট রাজ তৃতীয় কৃষ্ণের তাম্রশাসনে তদীয় প্রপিতামহ দ্বিতীয় কৃষ্ণ সম্বন্ধে লিখিত আছে, “প্রথম অমোঘবর্ষের, গুর্জরের ভয় উৎপাদন কারী, লাটের ঐশ্বৰ্য্য জনিত বৃথা-গৰ্ব্বচরণকার, গোড়গণের বিনয়-ব্রতের শিক্ষাগুরু, সাগরতীর বাসিগণের নিদ্রাহরণ কারী, দ্বারস্থ অঙ্গ, কলিঙ্গ, গাঙ্গ এবং মগধগণকে রাষ্ট্রকূটরাজ আজ্ঞাবহনকারী, সত্যবাদী, দীর্ঘকাল ভূবনপালন দ্বিতীয় কৃষ্ণ ও কারী শ্ৰীকৃষ্ণরাজ নামক পুত্র জন্মগ্রহণ করিয়া নারায়ণ পাল | ছিল" ( )। গৌড়গণের বিনয় ব্রতের শিক্ষ গুরু রাষ্ট্রকুটরাজ দ্বিতীয় কৃষ্ণের সময় গৌড়বঙ্গের সিংহাসনে কোন নৃপতি সমাসীন ছিলেন তাহ অদ্যাপি নির্ণত হয় ( ১ ) গৌড় লেখমালা, ৬০-৬১ পৃষ্ঠা । (২) তস্তোন্তর্জিতগুঞ্জরে হৃতহটলাটোস্তুটীমদে৷ গোঁড়ানাং বিনয়ন্ত্রতাপর্ণগুরু: সামুত্রনিদ্রাহরঃ। দ্বারস্থাঙ্গকলিঙ্গগাঙ্গমগধৈ রঙ্গ্যচ্চিতাঞ্জ শ্চিরং হুনুস্ম্বনৃতৰাগভুব; পরিবৃঢ়ঃ শ্ৰীকৃষ্ণরাজোভৰং" । Epigraphia Indica Vol. V page 193 গৌড় রাজমালা, ৩০-৩১ পৃষ্ঠা !