পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3>bア ঢাকার ইতিহাস । [২য় খণ্ড । রাজ্যপাল দেবের মৃত্যুর পর ভাগ্যদেবীর গর্ভজাত পুত্র দ্বিতীয় গোপাল গৌড়-বঙ্গের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন ( ১ )। পালরাজগণের প্রশস্তিতে রাজ্যপালের ন্তায় এই গোপাল দেব সম্বন্ধে ও গৌরব জনক কিছুই লিপিবদ্ধ হয় নাই। কিন্তু, গোপাল দেবের প্রথম রাজ্যাঙ্কে প্রতিষ্ঠিত নালন্দার বাগীশ্বরী দিতীয় গোপাল মূৰ্ত্তি (২), গয়ার মহাবোধিতে শক্র সেন নামক ৯৩০-৯৪৫, জনৈক ব্যক্তি কর্তৃক বুদ্ধ প্রতিমাপ্রতিষ্ঠা (৩), এবং তাহার পঞ্চদশ রাজ্যাঙ্কে মগধের বিক্রমশিলাবিহারে লিখিত “অষ্ট সাহস্ত্রিক প্রজ্ঞা পারমিতা” পুর্থী আবিষ্কৃত হওয়ায় ( 8 ), প্রতিপন্ন হষ্টয়াছে যে, গোপাল দেব অপহৃত পাল সাম্রাজ্যের কিয়দংশ উদ্ধার করিতে সমর্থ হইয়াছিলেন। দ্বিতীয় গোপালের মৃত্যুর পরে তদীয় পুত্র দ্বিতীয় বিগ্রহপাল গৌড়-বঙ্গের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । কিন্তু সিংহাসন প্রাপ্তির অল্পকাল (১) “শ্ৰীমান গোপাল দেব শ্চিরত্তরম ; বনে রেক) পত্ন্যা ইবৈকো ভৰ্ত্তাভুল্লৈক- রত্নছ ) তি-খচিত-চতুঃ সিন্ধু চিত্রাংশুকায়া" ॥ গৌড় লেখমালা, ৯৪ পৃষ্ঠ । (২) "সম্বং ১ আশ্বিন স্বদি ৮ পরম ভট্টারক মহারাজাধিরাজ পরমেশ্বর গোপাল রাজনি শ্রীনালন্দায়াং শ্ৰীবাগীশ্বরী ভট্টারিক-সুবর্ণগ্রীহি-সক্তা" বাগীশ্বরী প্রস্তব লিপি, গৌড়লেখমাল৷ ৮৭ পৃষ্ঠ । (৩) গৌড় লেখমালা ৮৯ পৃষ্ঠ । ( s ) “পরমেশ্বর পরমভট্টারক পরম সৌগত মহারাজাধিরাজ শ্ৰীমদেগাপাল দেব BBBDD BBBDDDBB BBD DH BBB BB B BBBBB DDD BD বিহারে লিথিন্তেয়ং ভগবতী” । Journal of the Royal Asiatic Society 1910, page 150-151.