পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ ] মহীপাল ১ম । ૨૨છે আশ্রয় লাভের চেষ্টাই সুচিত হইয়াছে বলিয়া বোধ হয় : ১ ) । কম্বোজাস্বয়জ গৌড়পতির আক্রমণে গৌড় হইতে বিতাড়িত হইয়া বিগ্রহপাল সম্ভবতঃ বঙ্গদেশের পূৰ্ব্ব সীমান্ত সমতটে যাইয়া আশ্রয় গ্রহণ করিয়াছিলেন, এবং তাহার হতবল ছিন্ন ভিন্ন কটক সমূহ পূৰ্ব্বাঞ্চলের পাৰ্ব্বত্য প্রদেশ সমূহে লক্ষ্যহীন হষ্টয়া ঘুড়িয়া বেড়াইতে ছিল ( ২ )। বিগ্রহ পালের ২৬শ রােজ্যাঙ্কে লিখিত “পঞ্চরক্ষা” নামক একখানি গ্রন্থ আবিষ্কৃত হইয়াছে (৩) । সুতরাং তিনি যে ত্রিংশত বৎসরকাল রাজত্ব করিয়াছিলেন তাহা অনুমান করা যাইতে পারে। দ্বিতীয় বিগ্রহ পালের দেহাত্যয় ঘটিলে তদীয় পুত্র প্রথম মহীপাল পিতৃ সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। মহীপাল কেবলমাত্র সমতটের আধিপত্যই উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত হইয়াছিলেন। পরে সমতট প্রদেশে থাকিয়া বলসঞ্চয় ও সৈন্ত পরিচালনা পূৰ্ব্বক “রণক্ষেত্রে বাহুদৰ্প - প্রকাশে সমুদয় বিপক্ষ পক্ষ নিহত করিয়া, “অনধি মহীপাল ১ম । কুও বিলুপ্ত” পিতৃরাজ্যের উদ্ধার সাধন করিয়া, ৯৭৫—১০২৬ রাজগণের মস্তকে চরণপদ্ম সংস্থাপিত করিয়া অবনীপাল হইয়াছিলেন” (৪)। মহীপাল সমুদয় রাজন্তবৃন্দের মস্তকে চরণপদ্ম দ্যস্ত করুন আর নাই করুন তিনি যে পৈত্রিক রাজ্যের (১) গৌড় লেখমালা ১•• পৃষ্ঠা পাদটীকা। (২) প্রবাসী ১৩২১, কাৰ্বিক ৪৬ পৃষ্ঠা। (৩) "পরমেশ্বর পরম ভট্টারক পরম সৌগত মহারাজাধিরাজ ঐমধিগ্রহপাল দেবস্ত প্ৰবৰ্দ্ধমান বিজয় রাজ্যে....--সন্ধৎ ২৬ আবাঢ় দিন ২৪ । -Bendali, Catalogue of the Sanscrit manuscripts im the British Museum, P. 232; Journal of the Royal Asiatic Society, 1910. Page 151. (৪) “হত সকল বিপক্ষঃ সঙ্গরে-বাহু-দৰ্পী দনৰি কৃত বিলুপ্তং রাজ্য মাসাচ্চ পিত্রাং।