পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৬ ঢাকার ইতিহাস । ২য় খণ্ড শৰ্ম্মাকে প্রদত্ত হইয়াছিল ( ১ ) । নালনা মহাবিহার অগ্নিদাহে ধ্বংস হইলে কৌশাম্বী-বিনির্গত হরদত্তের নগু, গুরুদত্তের পুত্র, তৈলাড়ক ৰালী মহাযান মতাবলম্বী জ্যাবিষ বালাদিত্য, মহীপালদেবের একাদশ রাজ্যাঙ্কে উহার সংস্কার সাধন করিয়াছিলেন (২)। বুদ্ধগয়ার মহাবোধি-মন্দির-প্রাঙ্গনস্থিত একটি মূৰ্ত্তির পাদপীঠস্থ খোদিত লিপি হইতে জানা যায় যে, পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ শ্ৰীমন্মহীপাল দেবের প্রবর্তমান বিজয়-রাজ্যের দশম সম্বৎসরে উহ। প্রতিষ্ঠিত হইয়া ছিল (৩) ৷ মহীপালদেবের ৪৮ রাজাঙ্গে প্রতিষ্ঠিত কতিপয় পিত্তল মূৰ্ত্তি মজঃফবপুর জেলীয় ইমাদপুর গ্রামে আবিষ্কৃত হইয়াছে ( s ) সারনাথে প্রাপ্ত ১০৮৩ সম্বতের ( ১০২৬ খৃষ্টাব্দের ) একথানি শিলালিপি হইতে জানা যায় যে, মহীপাল দেবের আদেশে বারাণসী ধামে স্থিরপাল ও বসন্ত পাল নামক তদীয় অনুজস্বয় কর্তৃক ঈশান ও চিত্রা ঘন্টাদির শত কীর্তিরত্ন প্রতিষ্ঠিত, ধৰ্ম্মরাজিক ও সাঙ্গ ধৰ্ম্ম চক্র সংস্কৃত এবং অষ্ট মহাস্থান শৈলগন্ধকূট নিৰ্ম্মিত হইয়াছিল (৫ ) । সুতরাং দেখা যাইতেছে ষে, প্রখম মহীপাল দেব ১০২৬ খৃষ্টাব্দ পর্যাপ্ত রাজত্ব করিয়াছিলেন তারানাথের মতে মহীপাল দেব ৫২ বৎসর কাল রাজত্ব করিয়াছিলেন (৬) । মহীপালের পিতৃ-সিংহাসন লাভের অনতিকাল পরেই ভুরুঙ্কগণ কর্তৃক উত্তরাপথ বিজয়ের সূত্রপাত হইতেছিল। দশম শতাব্দীর তৃতীয় পাদে (১) মহীপালদেশের বাণগড় লিপি-গোঁড় লেখমালা ১৭ পৃষ্ঠা (২) বালাদিতা-প্রস্তর লিপি-গোঁড় লেখমালা ১৯২ পৃষ্ঠা। (o) Cunningham's Archaeological Survey Reports, Vol IIl. P 122. No 9. (s) Indian Antiquary, Vol XIV. P. 165 & note 17. ( e ) সারনাথ লিপি-গোঁড়লেখমাল৷ ১৭৪-১৭৮ পৃষ্ঠা। ( • ) Indiam Antiquary Vol IV. page 366.