পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম জঃ ] মহীপাল (১ম)। ২২৭ সামানী রাজ্যের সেনানায়ক আলপ্তিগীন গজনীতে একটি স্বতন্ত্র রাজ্য প্রতিষ্ঠা করিয়াছিলেন। আলপ্তিগীনের মৃত্যুর পর তদীয় ক্রীতদাস সবুক্তিগীন গজনীর সিংহাসনে আরোহণ করেন এবং তদীয় দশম রাজ্যান্ধে, ১৮৭ খৃষ্টাব্দে উত্তরাপথের সিংহদ্বার সাহিরাজ্য অধিকারে বন্ধপরিকর হইয়া উহা আক্রমণ করিতে আরম্ভ করেন। “সবুক্তগান আরদ্ধ সাহি রাজ্য-ধ্বংস-সাধন ব্ৰত অসম্পূর্ণ রাখিয়া ১৯৯ খ্ৰীষ্টাব্দে কালগ্রালে পতিত হইলে, তদীয় উত্তরাধিকারী মহ মুদ প্রবলতর পরাক্রমে বারম্বার আক্রমণ করিয়া সাহিরাজ্য ধ্বংস করিয়াছিলেন । আধ্যাবর্তের এই ঘোর দুদিনের সময় সাহি জয়পাল উদভাণ্ডপুরের সিংহাসনে সমাসীন ছিলেন । কাশ্মীর, কান্যকুক্ত ও কালক্করের (জেঞ্জাভুক্তি ) অধিপতিগণ প্রাণপণে বিপন্ন সাহিরাজের সহায়তা ,করিয়াছিলেন । মহমুদের গতিরোধ করিতে যাইয়া সাছি জয়পাল, তদীয় পুত্র সাহি অনঙ্গপাল এবং পৌত্ৰ সাঙ্গি ত্রিলোচন পাল একে একে প্রাণ বিসর্জন করিলে সাহিরাজ্য মহ মুদের কৰায়ত্ত তইঙ্গাছিল “শেষ মুহুর্তে আৰ্য্যাবৰ্ত্ত-রাজগণের চৈতন্য হইলে প্ৰতীহাব, চপোল্প ও লোহর বংশীয় রাজগণ, যখন সাহিগণকে যথাসাধ্য সাহায্য করিয়া ছিলেন, তখনও মহাপাল আর্য্যাবৰ্ত্ত রক্ষার জg স্বদেশীয় রাজবুন্দের সহিত এই মহাযুদ্ধে যোগদান করেন নাই । মোসলমান ঐতিহাসিকগণ যুদ্ধার্থে সমবেত aEggSBSES BB BBBBB BB BBB BBS BBBBS ইহা স্থির যে, গৌড়েশ্বর সাহি-রাজগণের সাহায্যার্থে অগ্রসর হন নাই” ( ১ ) প্রযুক্ত রমাপ্রসাদচন্দ মহীপালের এই অমনোযোগ লক্ষ্য করি। লিখিয়াছেন (২), ‘মামুদের আক্রমণ সম্বন্ধে গোঁড়াধিপ ( ১ ) বাঙ্গালার ইতিহাস-ঐরাখলে দাস বঙ্গোপাধ্যায় প্রণীত ২২৭ পৃষ্ঠ । (২) মোড় রাজমালা ৪১, ৪৩ পৃষ্ঠা।