পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায়। চন্দ্ররাজগণ । কোন সময়ে কিরূপ ঘটনা চক্রের মধ্যে বঙ্গ পাল-সাম্রাজ্য হইতে বিচ্ছিন্ন হইয়া স্বাতন্ত্র্য অবলম্বন করিয়াছিল, তাহা জানিবার উপায় নাই। অভিনব আবিষ্কারের আলোক-পাত ব্যতীত ইহার মীমাংসা হইবেন। পুনঃপুনঃ বহিঃশত্রুর আক্রমণে এবং অন্তর্ষিপ্লবে পাল সাম্রাজ্য অবনতির চরমঙ্গীমায়ু উপনীত হইয়াছিল। ফলে পাল-সাম্রাজ্যের অধিকাংশই পরহস্তগত হই। পড়িয়াছিল। অনন্তসাধারণ অধ্যবসায়ের বলেন অনধিকৃত-বিলুপ্ত পিতরাজ্য উদ্ধার করিতে সমর্থ হইলেও প্রথম মহীপালের অষ্টে অধিক দিন অধও পাল-সাম্রাজ্য-সন্তোগ ঘটিয় উঠে নাই। ৰয়েন্ত্র ও মগধে মহীপাল দেবের সমর-বিজয়-যাত্রার সুযোগেই সস্তবত: চন্দ্রদ্বীপের সামন্তরাজ প্রচন্দ্র হরিকেল বা পূর্ববঙ্গ অধিকার করিয়াপালরাজ গণের সংশ্ৰব ছিন্ন করিয়াছিলেন। শ্রীচন্দ্রের তাম্রশাসনে যে রাজমুদ্র ব্যবহৃত হইয়াছে, তাহ পালরাজ গণের রাজমুদ্র । সুতরাং ইহা হইতে স্পষ্টই প্রতীয়মান হয় যে, চন্দ্ররাজগণ পালরাজগণের সামন্ত রাজ ছিলেন। ইদিলপুরে এবং রামপালে শ্ৰীচন্দ্রের দুইখানি তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছে। রামপাল লিপি ( শ্রীচন্দ্র দেবের নবাবিষ্কৃত তাম্রশাসন ) এবং ইদিলপুরের তাম্রশাসন হইতে মধ্যযুগে বৌদ্ধ ধৰ্ম্মালম্বী বঙ্গরাজ প্রচন্দ্র দেবের অস্তিত্ব অবগত হওয়া যায়। স্বৰ্গীয় ইদিলপুর ও বন্ধুবর গঙ্গা মোহন লস্কর এম, এ ইদিলপুর শাসনের যে সংক্ষিপ্ত বিবরণ রাখিয়া গিয়াছেন, রামপাল লিপি তাহা ১৯১২ খৃষ্টাব্দের অক্টোবর মাসের “ঢাকা রিভিউ” পত্রিকায় প্রযুক্ত জে, টি, রেস্কিন মহোদয় কর্তৃক প্রকাশিত