পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম জঃ ] ইদিলপুর ও রামপাল লিপি। ২৩৫ অধ্যাপক প্রীযুক্ত রাধাগোবিন্দ বসাক মহাশয় বলেন, “ত্ৰৈলোক্যচক্রের ভাৰ্য্যাকে রাজকবি প্রিয়া” মাত্র বলিয়াই নিরস্ত হইয়াছেন, মহিষী বলেন নাই। এই কারণেএ বং ত্ৰৈলোক্যচক্সের “নৃপতি" মাত্র উপাধি দর্শনে, মনে হয়, তিনি কোনও প্রবল পরাক্রমশালী রাজাধিরাজের সামস্তশ্রেণীভুক্ত ‘নৃপতি" উপাধি লইয়াই চন্দ্রদ্বীপ শাসন করিতে ছিলেন। তাহার পুত্ৰ শ্ৰীচন্দ্র ভবিষ্যতে “রাজা” হইবেন, ইহাই জ্যোতির্ষিকগণ র্তাহার জন্মসময়ে স্থচিত করিয়াছিলেন।” ৰু ৰু ৰু “বিক্রমপুরে প্রীচন্দ্রের রাজধানী ছিল । ইহাতে তিনি বঙ্গপতি ছিলেন এই কথা নিঃসংশয়ে বলা যাইতে পারে। বিক্রমপুরে প্রচন্দ্ৰই মধ্যযুগে বৌদ্ধ নরপতি বলিয়া প্রতিভাত। ইচন্দ্রের পর তাহার বংশধর জন্য কেহ বঙ্গরাজ ছিলেন কি না, তাহ বর্তমান অবস্থায় ( জন্য কোনও প্রমাণ না থাকায় ) নিঃসন্দেহে ৰল ৰায় না”। “এখন জিজ্ঞাস্য—কোনূ সময়ে কিরূপ ঘটনাচক্রে, ত্ৰৈলোক্যচত্র চন্দ্রীপে নৃপতি হইয়াছিলেন—কোন সময়ে কিরূপ ঘটনাচক্রে, তৎপুত্র প্রচন্দ্র বঙ্গে রাজ্যস্থাপন করিয়া বিক্রমপুর হইতে শাসনদও পরিচালন করিয়াছিলেন, কোন সময়ে কিরূপ ঘটনাচক্রেই বা এই অভিনৰ চন্দ্রবংশীয় বৌদ্ধ নরপতির (ৰ নরপতিগণের ) রাজ্যপতন সংঘটিত হইয়া ছিল ? লিপিকাল-বিচার ও সমসামরিক অন্যান্য ঘটনার সমালোচনা করির এই সমস্যার যথাযোগ্য মীমাংসা করা বাইতে পারে না। অক্ষর হিসাবে এই লিপির স্থান দ্বাদশ শতাব্দীর প্রথম ভাগে । এই শাসনের SBSSBS LS BBBBBB DDDDBBBB BBBBB C BBBBBD মন্ত্রী ভট্ট ভবদেবের প্রশস্তির "ত” “ন” ও “ম” এর অঙ্গরূপ। কিন্তু আলোচ্য শাসনে "প" এবং “খ” কিছু বেশী আধুনিক । “ৰ’ বিজয়সেনের দেবপাড়া-লিপির অনুরূপ । ৰেগাৰলিপিতে ও ভট্টভৰদেবের প্রশক্তিতে